যে ইউনিভার্সিটি আপনাকে দেবে সেরা স্কিল, সেটাই বেছে নিন!
উচ্চশিক্ষার স্বপ্ন কমবেশি সবারই আছে, কিন্তু আসল প্রশ্ন হলো: পাবলিক, প্রাইভেট নাকি বিদেশি ইউনিভার্সিটি? ঠিকঠাক সিদ্ধান্ত নিতেই আসছি আজকের এই গাইডলাইন নিয়ে!
অনেকেই ভাবেন, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলেই সব সেট। কিন্তু মূলকথা হল, আপনি যেখানে পড়ছেন সেখানে যদি আসলেই শেখা হয়, সেটাই লাভ। তাই আগে ঠিক করুন কোন সাবজেক্টটা আপনাকে টানে। তারপর দেশ বাছুন আর আপনার বাজেট অনুযায়ী মেলানো ইউনিভার্সিটিগুলো লিস্ট করুন।
ইউনিভার্সিটি র্যাংকিং চেক:
র্যাংকিং দেখে জানতে পারবেন ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড, পড়াশোনার কোয়ালিটি, এবং আরও অনেক কিছু। গুগলেই সার্চ করে দেখতে পারেন আপনার পছন্দের ইউনিভার্সিটি কোথায় দাঁড়িয়ে।
ব্রশিওর ঘেঁটে দেখুন:
যেই ইউনিভার্সিটিই চোখে পড়ুক না কেন, অনলাইনে তাদের ব্রশিওর একবার ঘেঁটে দেখুন। কোর্স লিস্ট, সুযোগ-সুবিধা, এমনকি অফারিংও বুঝে নিতে পারবেন।
সিনিয়রদের সাথে একটু কথা বলুন:
আপনার পরিচিত কেউ যদি ওই ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে তাদের সাথে শেয়ার করুন আপনার কনফিউশন। বাস্তব অভিজ্ঞতা শুনে নিতে পারলে ইউনিভার্সিটি সম্পর্কে পুরো ছবিটা পেয়ে যাবেন।
আনুষঙ্গিক সুযোগ-সুবিধা আর কার্যক্রম:
ইউনিভার্সিটিতে অন্য কী কী অ্যাক্টিভিটি আছে সেটা একটু খতিয়ে দেখুন। সব বুঝে তবেই ডিসিশন নিন।
প্রয়োজনীয় পরীক্ষা:
যে ইউনিভার্সিটিতেই পড়তে যান না কেন, আইএলটিএস, টোফেল, স্যাট, বা জিআরই-এর রিকোয়ারমেন্টগুলো মিলিয়ে দেখুন। আপনাকে কোনটা দেওয়া সহজ হবে, সেটাও ভাবুন। ইউরোপে বেশিরভাগ জায়গায় ইংরেজিতে পড়াশোনার সুযোগ থাকলেও কখনো কখনো সেই দেশের ভাষাটাও জানা লাগতে পারে। যেমন, জার্মানিতে স্কলারশিপ পেতে চাইলে জার্মান ভাষায় একটু দক্ষতা থাকা জরুরি।
লাইফের এই সব চ্যালেঞ্জে হেল্পফুল টিপস পেতে Youman-এর সাথেই থাকুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন