আপনার জন্য বেস্ট জব কোনটি?
ক্যারিয়ার নিয়ে কনফিউশন? এই স্টেপগুলো আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে!
আপনি যদি বসে বসে ভাবতে থাকেন, “আমার জন্য কোন কাজটা ভালো হবে?” তাহলে এখানে থেমে থাকবেন না, কারণ আমরা হেল্প করতে এসেছি। কিছু সহজ প্রশ্ন আর নিজেকে ভালোভাবে বোঝার মাধ্যমে ঠিক করে ফেলুন, কোন চাকরিটা আপনার জন্য পারফেক্ট!
প্রথমেই আসল কথায় আসা যাক। যদি আপনি আপনার কাজটা এনজয় না করেন, তাহলে ভালো পারফর্ম করা অনেক কঠিন হবে। বারবার চাকরি চেঞ্জ না করে, আগে ঠিকমতো বুঝুন, কোন ধরণের কাজ আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়।
ধরেন, আপনি ডেস্ক জব পছন্দ করেন। কিন্তু, ঘুরে বেড়ানো বা সেলসের চাকরি আপনার জন্য নয়। তাহলে সেলস ক্যারিয়ার বেছে নিলে সেটা আপনার জন্য কঠিন হয়ে উঠবে। আপনার জন্য বেশি ফোকাসড হবে এমন চাকরি খোঁজা, যা আপনার ইন্টারেস্টের সাথে মেলে।
আরেকটা কমন মিসটেক, যা অনেকেই করেন
আমরা প্রায়ই আমাদের ফ্যামিলি বা আত্মীয়দের দেখে চাকরি বা স্টাডি ফিল্ড চুজ করি। কেউ ব্যাংকিংয়ে ভালো করছে, দেখে আমরাও সেই ফিল্ডে ঢোকার চেষ্টা করি, ইন্টারেস্ট থাকুক বা না থাকুক! এই কারণে, বেশিরভাগ সময়ই আমরা নিজের পছন্দের কাজ খুঁজে পাই না। পড়াশোনা শেষ করেও যেই কাজটা আমরা করতে চাই না, সেই কাজ দিয়েই ক্যারিয়ার শুরু করতে হয়। এভাবেই চাকরির প্রতি অনীহা তৈরি হয়।
এই সিচুয়েশন এড়াতে চাইলে, আপনাকে একটা লং টার্ম ক্যারিয়ার প্ল্যান বানাতে হবে। আপনার ইন্টারেস্ট কোন দিকে? সেটা ভাবুন। তারপর, ঠিক করুন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কী কী স্কিল আর অভ্যাস দরকার।
গোল সেট করুন আর প্রস্তুতি নিন
আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, তবে বুঝে নিন, এই পথে শর্টকাট নেই। সফল হতে হলে প্রপার পড়াশোনা আর স্কিল ডেভেলপমেন্টের বিকল্প নেই। আপনি যদি সহজ উপায়ে, কম পড়াশোনা করে পাশ করার চেষ্টা করেন, তাহলে আপনার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা পূরণ হবে না।
একটা রিয়েলিস্টিক লং টার্ম প্ল্যান বানান। তারপর সেই প্ল্যানের জন্য যা যা দরকার, সেটার জন্য স্টেপ বাই স্টেপ প্রস্তুতি নিন। এক কথায়, আপনাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। নিজের গোলের কথা ভেবে সাহস করে নিজেকে পুশ করতে হবে, যেন ভবিষ্যতে স্বপ্নের ক্যারিয়ার তৈরি করতে পারেন!
প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জে স্মার্ট উইনার হয়ে উঠুন! স্মার্টলি এগিয়ে যেতে চান? Youman-এ জয়েন করে পেয়ে যান নতুন ইনসাইটস আর লাইফ মোটিভেশন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন