চাকরি ছাড়বেন যেভাবে
রেজিগনেশন দেয়ার সময় খেয়াল রাখুন এই টিপসগুলো!
নতুন চাকরির খোঁজে এতটাই ব্যস্ত থাকি আমরা যে, পুরনো চাকরি থেকে ঠিকঠাক ভাবে রেজিগনেশন দিতে ভুলে যাই। অথচ, রেজিগনেশন দেয়ার সঠিক পদ্ধতি জানা খুবই জরুরি। এতে ভবিষ্যতে আপনার ক্যারিয়ার আর সম্পর্কের উন্নতি হবে।
১. রেজিগনেশন লেটার টাইপ করুন গুছিয়ে
নতুন সুযোগ বা পছন্দের পজিশনের জন্য যখন চাকরি ছাড়ার সময় আসে, ধীরে সুস্থে সুন্দর করে রেজিগনেশন লেটার টাইপ করুন। রেজিগনেশন লেটারে বাজে কথা না বলে লিখতে পারেন কীভাবে এই কোম্পানিতে কাজ করতে গিয়ে আপনি শেখার সুযোগ পেয়েছেন।
২. বসের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন
রেজিগনেশন লেটারের দুই কপি প্রিন্ট করে তাতে সাইন করুন। তারপর ঠান্ডা মাথায় বসের সাথে বসে আপনার রেজিগনেশনের সিদ্ধান্ত জানিয়ে দিন। আলোচনা শেষে এক কপি বসকে দিয়ে আরেক কপি সিগনেচার করিয়ে নিজের কাছে রেখে দিন।
৩. নোটিশ পিরিয়ড মেইনটেইন করুন
সব কোম্পানিতেই চাকরি ছাড়ার নোটিশ পিরিয়ড থাকে, তাই অবশ্যই সেই পিরিয়ডটা মেইনটেইন করবেন। এটা আপনার প্রফেশনালিজম দেখাবে।
৪. হ্যান্ডওভার ডকুমেন্ট তৈরি করুন
রেজিগনেশন দিয়ে যাওয়ার আগে আপনার কাজগুলোর বর্তমান স্টেটাস আর কোন ডকুমেন্ট কোথায় আছে, সেগুলোর একটা হ্যান্ডওভার ডকুমেন্ট বানিয়ে রাখুন। এতে যারা আপনার কাজটা টেকওভার করবে তাদের সহজ হবে, আর আপনার কাজও ভবিষ্যতে ঠিকমতো বুঝে নিতে পারবে।
৫. সম্পর্ক ভালো রাখুন
রেজিগনেশন দেয়ার পরেও সহকর্মী আর বসের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখুন। কখনোই দুর্ব্যবহার করা যাবে না, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন।
৬. শেষ মেইলে ধন্যবাদ জানিয়ে বিদায় নিন
রেজিগনেশন দেয়ার পর কাজের শেষে সহকর্মী আর বসকে একটা ধন্যবাদ জানানো মেইল পাঠান। এতে আপনার প্রফেশনালিজম ফুটে উঠবে।
ব্যক্তিগত নয়, সব কিছুই প্রফেশনাল
কোনো কিছুই ব্যক্তিগতভাবে দেখার দরকার নেই। পুরোটাই প্রফেশনাল এনভায়রনমেন্ট, তাই নিজের প্রফেশনাল স্কিল আর সম্পর্কের উন্নতি করাই আসল উদ্দেশ্য!
স্মার্টভাবে ক্যারিয়ার গড়তে চান? Youman-এ জয়েন করে পেয়ে যান আরো টিপস আর মোটিভেশন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন