ডিউটিফ্রি শপিং

যদি ডিউটিফ্রি শপে ঢুকে মনে হয় জিনিসগুলো অনেক সস্তা, তাহলে একটু থামেন। আসলে ব্যাপারটা তেমন নয়। চলুন, ডিউটিফ্রি শপিং সম্পর্কে কিছু বেসিক হ্যাক জানি।

ডিউটিফ্রি মানে এমন শপ, যেখানে প্রোডাক্টে কোনো মার্কেট ভ্যাট বা ট্যাক্স থাকে না। এয়ারপোর্টে ইমিগ্রেশন পার করার পরেই যে শপগুলো দেখা যায়, সেগুলোতেই মূলত ডিউটিফ্রি শপিং করা যায়।

এখন, সব প্রোডাক্টের দামই এখানে কম হবে না! আসলে সেগুলোর দাম কম হয়, যেগুলোর ওপর ট্যাক্স বা ভ্যাট রেট বেশি। যেমন সিগারেট বা অ্যালকোহল — এগুলো ডিউটিফ্রি শপে তুলনামূলক সস্তা হতে পারে।

তবে, কিছু ডিউটিফ্রি শপে মার্কেটের চাইতে প্রোডাক্টে মার্ক আপও করা থাকে। ফলে প্রোডাক্টের অরিজিনাল প্রাইস আর বাজারের দাম প্রায় কাছাকাছি হয়ে যায়। কাজেই কোনো প্রোডাক্টের আসল দাম জানেন না? তাহলে হয়তো ওই প্রোডাক্টটা ডিউটিফ্রি থেকে কেনার দরকার নেই।

ডিউটিফ্রি শপের প্রাইস বুঝতে সহজ টিপ: পছন্দের প্রোডাক্টের এক্সচেঞ্জ রেট দেখে ঠিক করে নিতে পারেন যে আসলেই বাইরের চাইতে দাম কম কিনা। আর যেকোনো প্রোডাক্ট কিনতে চাইলে, অনলাইনে একটু ঘেঁটে আসল দাম আর ডেলিভারি চার্জ কত পড়বে তা দেখে নেন। যদি দেখেন ডিউটিফ্রিতে দামে বেশ ভালো পার্থক্য, তাহলে তখনই কিনে ফেলুন।

এমনকি পেমেন্ট করার সময় বোর্ডিং পাস দেখান আর ডাবল চেক করে নেন প্রোডাক্টে ট্যাক্স সত্যিই বাদ দেওয়া হয়েছে কিনা!

এমন আরও মজার টিপস আর লাইফহ্যাক পেতে, Youman কমিউনিটির মেম্বার হয়ে যান!


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস