কি অর্ডার করবেন রেস্টুরেন্টে ?
আজকে শেয়ার করব কিছু স্মার্ট ট্রিকস যা রেস্টুরেন্টগুলো আমাদের কাছ থেকে একটু বেশি বিল আদায় করতে ব্যবহার করে। কথা না বাড়িয়ে, চলুন শুরু করি!
১. সিটিং অ্যারেঞ্জমেন্ট
কোনার সিটে বসা কাস্টমাররা নাকি বেশি অর্ডার করে! এজন্য রেস্টুরেন্টগুলো এমন সিট বেশি রাখে। তাই যদি শান্তিতে খেতে চান, একটু মাঝামাঝি বসার চেষ্টা করুন।
২. মেন্যুর মাঝের আইটেম ম্যাজিক
আমরা মেন্যুর মাঝখানের খাবারগুলোই বেশি অর্ডার দিই। কারণ, সেগুলোই সহজে নজরে পড়ে। তাই একটু চোখ বুলিয়ে পুরো মেন্যু দেখে নিন, নাহলে বেশি দাম দিয়ে অর্ডার করে ফেলতে পারেন।
৩. ডেজার্ট প্রাইস ট্র্যাপ
ডেজার্টের প্রাইস অনেক সময় একই থাকে, কিন্তু তৈরির খরচ আলাদা। রেস্টুরেন্টগুলো এই ভিন্ন দামের ডেজার্ট থেকে প্রফিটটা ঠিকই তুলে নেয়। তাই পছন্দের ডেজার্ট বেছে নিন, খরচ মাথায় রেখে!
৪. বুফে রেস্টুরেন্টের ডিস্ট্রাকশন গেম
বুফেতে সালাদ আর ব্রেড থাকে বেশিরভাগই। সাথে সুন্দরভাবে সাজানো ডেজার্ট সেকশন—যেন আপনার মনোযোগ মেইন কোর্স থেকে ঘুরে যায়। তাই আগে ঠিক করুন, কি খেতে চান আর তারপরেই প্লেটে তুলুন।
৫. দামের অর্ডার
মেন্যুর শুরুর দিকেই থাকে বেশি দামি আইটেম আর তার নিচেই একটু কম দামি অপশন। এতে করে কম দামি মনে হলেও এগুলো থেকেও রেস্টুরেন্টগুলো প্রফিট তুলেই নেয়। তাই অর্ডার করার আগে একটু যাচাই করে নিন।
৬. ছোট পোর্টন, বড় প্রফিট
কম পরিমাণ খাবার মানেই দাম কম, এমন ভাববেন না। ছোট পোর্টন থেকে খরচও কম হয়, আর লাভ বেশি হয়। তাই বড় পোর্টনে ভালো খাবার বেছে নিন।
এমনই মজার সব বিষয় জানতে Youman কমিউনিটিতে যোগ দিন! আমাদের ফলো করুন আর প্রতিটি মোমেন্টকে কাজে লাগান!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন