ট্যুরে গেলে খাবেন কি?
ট্রাভেলিংয়ে হুট করে খিদে লাগাটা বেশ কমন! কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন ধরনের ট্যুরে কি ধরনের খাবার সঙ্গে নেওয়া উচিত? চলুন দেখি কী কী রাখতে পারেন আপনার ব্যাগে।
১. শর্ট ট্রিপে
যদি কাছাকাছি কোথাও ঘুরতে যান, ব্যাগে ২-৩টা ছোট বিস্কুটের প্যাকেট রাখতে পারেন। খিদে পেলে চট করে কয়েকটা বিস্কুট খেয়ে নিবেন, ব্যাস হয়ে গেলো কাজ!
২. ট্রেকিং বা পাহাড়ি এলাকায়
পাহাড়ি এলাকায় গেলে কোথায় খাবার পাবেন তার ঠিক নেই। তাই, সঙ্গে নুডলস বা স্যুপের প্যাকেট রাখতে পারেন। গরম পানি পেলেই কেল্লা ফতে!
৩. ইনস্ট্যান্ট এনার্জির জন্য
দীর্ঘ জার্নিতে ক্যান্ডি বার রাখুন। এতে করে একদিকে এনার্জি পাবেন, অন্যদিকে মুডও রিফ্রেশ থাকবে।
৪. পানির বোতল এবং ফ্লাস্ক
খাবার পানির বোতল, সাথে চা বা কফির জন্য ছোট একটা ফ্লাস্ক নিতে পারেন। দূরের জার্নিতে চা বা কফি খাবার মজাই আলাদা, তাই ক্যারি করতেও ইজি।
৫. রান্না করা খাবার
দূরের ট্রিপে রান্না করা খাবার ক্যারি না করাই ভালো, কারণ তাপমাত্রা পরিবর্তনে খাবার নষ্ট হতে পারে। তাই একটু হালকা খাবারই বেছে নিন।
এই রকম আরও মজার টিপস পেতে Youman কমিউনিটিতে যোগ দিন! আমাদের ফলো করুন, আর ট্রাভেলিং হোক একদম ঝামেলামুক্ত!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন