এমন সব জায়গা, যেগুলো এখনো ভিড়ে ঠাসা হয়নি!

 "Hidden Travel Spots"

একটা ট্রিপ মানেই কি কক্সবাজার বা বান্দরবান? না ভাই, পৃথিবী বিশাল, আর এখনো এমন অনেক জায়গা আছে যেখানে ইনস্টাগ্রামারদের ক্যামেরা পৌঁছায়নি, যেখানে ঢুকলেই ফিল হবে—

"ভাই, এক্সপ্লোরার হয়ে গেছি!"


আপনি যদি এমন কোনো জায়গায় যেতে চান, যেখানে লোকজন কম, কিন্তু এক্সপেরিয়েন্স লেভেল ১০০ তে গিয়ে ঠেকে, তাহলে এই Hidden Travel Spots লিস্ট আপনার জন্য!



১। রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য, হবিগঞ্জ

    কেউ যদি আপনাকে বলে, "বাংলাদেশে অ্যামাজনের মতো কোনো জায়গা নেই," তাকে   

    রেমা-কালেঙ্গায় নিয়ে যান!


 এটা দেশের সবচেয়ে বড় সংরক্ষিত বনগুলোর মধ্যে একটা।

 এখানে গেলে পাখির ডাক ছাড়া আর কিছু শুনবেন না—একদম নেচার ভibes!

 কাঠবিড়ালি, মায়া হরিণ, নানা রকমের পাখি আর গাছপালা দেখতে পারবেন।



 ট্রেইল ধরে হাঁটতে পারেন, যদি অ্যাডভেঞ্চার ফিল চান।

 গাইড নিয়ে ঘুরলে হারিয়ে যাওয়ার চান্স কমবে!


২। নীলাদ্রি লেক, সুনামগঞ্জ

শুধু কক্সবাজারেই নীল পানি আছে, এটা ভেবে থাকলে ভুল! সুনামগঞ্জের নীলাদ্রি লেক এমন একটা জায়গা, যেখানে গেলে মনে হবে আপনি কোনো সিনেমার সেটে আছেন।



 পানির রং এমন নীল, মনে হবে কেউ ইচ্ছা করে কালার দিয়ে দিয়েছে!

 চারপাশের পাহাড় আর নীল পানির কম্বিনেশন একদম ড্রিমি লুক দেবে।



 কায়াকিং করতে পারেন, পানি এতই ক্লিয়ার যে নিচের মাছ পর্যন্ত দেখতে পারবেন!

 ছবি তুললে আপনার বন্ধুদের জ্বালিয়ে দেওয়ার মতো কন্টেন্ট পেয়ে যাবেন!


৩। পদ্মা নদীর চর, রাজশাহী

আপনি কি নদীর ধারে বসে চিল করতে চান? অথবা এমন একটা জায়গা চান, যেখানে সানসেট দেখতে দেখতেই সময় কেটে যাবে? রাজশাহীর পদ্মার চর আপনাকে ঠিক সেই শান্তি দেবে।



 নদীর ধারে বসে ফ্রেশ বাতাস নিতে পারবেন, কোনো কোলাহল নেই।

 গরম চা হাতে নিয়ে নদীর ঢেউ দেখতে দেখতেই একটা আস্ত বিকেল কাটিয়ে দিতে পারবেন।



 বাইসাইকেল নিয়ে ঘুরতে পারেন, কারণ এই এলাকায় ট্র্যাফিক নেই!

 চানাচুর-মুড়ি নিয়ে গিয়ে পদ্মার ধারে বসে খেলে টেস্ট একদম ডাবল হয়ে যাবে!


৪। কুমারী দ্বীপ, কক্সবাজার

হ্যাঁ, কক্সবাজারেই! কিন্তু মজার ব্যাপার হলো, এখানকার নাম আপনি হয়তো শুনেননি!



 এটা আসলে একটা Hidden Island যেখানে এখনো ট্যুরিস্ট কম যায়।

 চারপাশে শুধু নীল পানি আর বালির দ্বীপ—একদম মালদ্বীপ ফিল!



 ট্রলার বা স্পিডবোট ভাড়া করে যেতে হবে, আর পৌঁছালেই পুরো দ্বীপ আপনার!

 স্নরকেলিং ট্রাই করতে পারেন, পানির নিচের ভিউ অসাধারণ!


৫। রানীখং গির্জা, ময়মনসিংহ

যারা একটু ভিন্ন কিছুর খোঁজে আছেন, তাদের জন্য এটা পারফেক্ট স্পট!



 এটা একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা পুরনো চার্চ, যেখানে গেলে মনে হবে ইউরোপের কোনো গির্জায় চলে এসেছেন!

 আশেপাশের গ্রিনারি আর ট্র্যাডিশনাল খাসিয়া কালচার দেখার মজা পাবেন।


 শান্ত পরিবেশে বসে চারপাশটা উপভোগ করুন।

 কাছেই আছে একটা ঝর্ণা, চাইলে হাইকিং করতে পারেন!



ভাই, ট্রিপ মানেই ঢাকার মানুষে ভরা সেন্টমার্টিন না! একটু খুঁজলে এমন Hidden Gems পেয়ে যাবেন, যেখানে গেলে মনে হবে "ভাই, আমি আসলেই এক্সপ্লোরার!"


আপনার জানা কোনো Hidden Travel Spot আছে? কমেন্টে শেয়ার করুন! 

স্টাইল আর এডভেঞ্চার এক সাথে চাইলে, Youman-এর সাথে থাকুন, লাইফ হবে আরো এক্সাইটিং!



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন