সিভিতে যে ভুল করলেই চাকরির চান্স কমে যাবে!

চাকরি পেতে চাইলে শুধু সিভি বানালে হবে না, স্মার্টও হতে হবে! কারণ হাজারটা সিভির মাঝে আপনারটা যদি বোরিং হয়, তাহলে রিক্রুটার এক সেকেন্ডের মধ্যে Delete Forever টিপে দেবে! 

এই যে, সিভির কিছু ডেডলি ভুল—যদি এগুলো করেন, তাহলে "আপনার সিভি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাবে না!" 


 ১। সিভি না, অটোবায়োগ্রাফি!

আপনি কি ভাবছেন, রিক্রুটার আপনার জন্ম থেকে বর্তমান পর্যন্ত গল্প শুনতে চায়? 


“আমি ৫ বছর বয়সে পড়তে শিখি, ক্লাস ফাইভে ট্যালেন্টপুলে বৃত্তি পাই, কলেজে ডিবেট করতাম...”

 “স্কুল লাইফে ক্যাপ্টেন ছিলাম, টিচার আমাকে খুব পছন্দ করতেন”

 “একটা প্রজেক্টে ৩ মাস কাজ করেছি, যদিও পরে বাদ দিয়েছি”


 ভাই, চাকরির সাথে রিলেভেন্ট থাকলে তবেই রাখবেন, নাহলে না! সিভি ১-২ পেজের বেশি হলে, রিক্রুটার কষ্ট করে পড়বে না! 


 ২। "I'm hardworking, team player, passionate..." – নেক্সট! 

রিক্রুটার এই ক্লিশে লাইনের চেয়ে Netflix-এর টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়তে বেশি আগ্রহী!


 "I’m a dedicated and hardworking individual" – (ভাই, কে না বলে এটা?!)

 "I love teamwork & am passionate about my work" – (হায়ারিং ম্যানেজার এখনো ঘুমাচ্ছে!)

 "Able to work independently and in a team" – (অফিসে না বসে পাহাড়ে মেডিটেশন করবেন নাকি?)


 এইসব বাজে লাইন বাদ দিয়ে, রিয়েল অ্যাচিভমেন্ট লিখুন!

 "Increased sales by 30% in 6 months."

 "Managed a team of 10 & successfully completed X project."

 "Developed an app with 50,000+ downloads."


এটাই চাই রিক্রুটার! ফলাফল দেখান, গল্প না! 


 ৩। টাইপো? চাকরি বাই বাই!

আপনার সিভিতে যদি "Pubic Relations Officer" লেখা থাকে, তাহলে Public Image একদম শেষ! 


 একটা স্পেলিং মিস্টেক দেখলেই রিক্রুটার সিভি ডাস্টবিনে ফেলে দেবে!

 Grammarly বা ChatGPT ইউজ করুন, বানান ঠিক আছে তো? চেক করুন!

 বন্ধুকে দিন পড়তে, কারণ নিজের ভুল নিজে ধরতে পারবেন না!


 সিভি জমা দেওয়ার আগে অন্তত একবার ভালো করে দেখুন, নাহলে চাকরি হাতছাড়া! 


 ৪। রিলেভেন্ট না, তাও লিখে দিলেন? 

আপনার জব অ্যাপ্লিকেশন যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশনের জন্য হয়, কিন্তু এক্সপেরিয়েন্স হিসেবে লিখলেন –


 "ডেলিভারি বয় হিসেবে ২ বছর কাজ করেছি"

 "কল সেন্টারে কাজ করেছি, ভালো ইংলিশ বলতে পারি"

 "কনটেন্ট লিখতাম, কিন্তু এখন অ্যাকাউন্টিং-এ আগ্রহী"


"ভাই, এখানে কী লিখছেন?" 


 যা চাকরির সাথে রিলেভেন্ট, সেটাই লিখুন! বাকি সব LinkedIn-এর জন্য রেখে দিন!


৫। ইমেইল আইডি = আপনার পরিচয়!

আপনার ইমেইল যদি হয়:


 "cool_dude_69@email.com"

 "boss_boy_420@email.com"

 "chocolate_prince@email.com"


তাহলে রিক্রুটার এই নাম দেখে হাসবে, চাকরি দেবে না! 


 ইমেইল ঠিক করুন: yourname@email.com টাইপের কিছু ব্যবহার করুন!


 ৬। কপি-পেস্ট সিভি? রিক্রুটার ঘুমিয়ে পড়বে! 

 একই সিভি সব জায়গায় পাঠিয়ে দিলে, কেউ আপনাকে সিরিয়াসলি নেবে না!

 জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিভি টুইক করুন!

 এক্সপেরিয়েন্স, স্কিলস, এবং অ্যাচিভমেন্ট সাজিয়ে দিন!


 **রিক্রুটার যদি দেখে যে আপনি একই সিভি ১০০ জায়গায় পাঠাচ্ছেন, তাহলে চাকরির চান্স ০%! 


 সিভি পারফেক্ট করতে চান? এই টিপস মেনে চলুন!

 ১-২ পৃষ্ঠার মধ্যে সিভি রাখুন!

 জবের সাথে রিলেভেন্ট তথ্য দিন!

 Spelling & Grammar চেক করুন!

 Cliché শব্দ বাদ দিন, নিজের অ্যাচিভমেন্ট হাইলাইট করুন!

 প্রফেশনাল ইমেইল ব্যবহার করুন!

 একই সিভি সব জায়গায় পাঠাবেন না, কাস্টমাইজ করুন!


এখন জানেন সিভির ডেডলি ভুলগুলো! তাই স্মার্টলি সিভি বানান, আর চাকরি পাওয়ার চান্স ১০০% বাড়িয়ে ফেলুন! 


আরও দারুণ ক্যারিয়ার, লাইফস্টাইল & ফিনান্স টিপস পেতে Youman-এর সাথে থাকুন! 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন