টিমওয়ার্কে এক্সপার্ট হলে কিভাবে সবার ফেভারিট হবেন ?

টিমওয়ার্ক এক্সপার্ট হয়ে অফিসের MVP হন! 

অফিসে টিমওয়ার্ক ভালো না হলে বস খুশি না, কলিগরা চটেছে, আর কফি ব্রেকে কেউ আপনাকে ডাকেও না! 



কিন্তু যদি স্মার্টলি টিমওয়ার্ক হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন অফিসের সিক্রেট সুপারস্টার! 


চলেন, দেখে নেই সবার ফেভারিট হওয়ার টিমওয়ার্ক স্কিলস!


 ১। "আমি সব পারি" ভাব নিলে, একা বনে থাকবেন!

টিমওয়ার্কের প্রথম নিয়ম? – আপনি সব জানেন না! 


 সহযোগী হন! – হেল্প করতে জানতে হবে, আর হেল্প চাইতে পারার মতোও স্মার্ট হতে হবে!

 আগ্রহ দেখান! – “এই প্রজেক্টের এই পার্টটা আপনি কিভাবে করেছেন?” – এই প্রশ্ন আপনাকে টিমের প্রিয়পাত্র বানিয়ে ফেলবে!

 ক্রেডিট দিন! – টিমওয়ার্ক মানে শুধু নিজের স্কিল শো করা না, অন্যদের কাজকে রিকগনাইজ করাও!


 Pro Tip: টিমের কাউকে “ভাই, তোর আইডিয়া দারুণ ছিল!” বললে, সে আপনাকে একটা কফি খাওয়াতে পারে! 


 ২। কমিউনিকেশন = মাইন্ড রিডিং না! (স্পষ্টভাবে বলুন!)

আপনি হয়তো মনে করছেন, “ও তো বুঝে যাবে আমি কী চাই!” – Nope! মানুষ মাইন্ড রিডার না! 


 ক্লিয়ারলি বলুন! – "এটা একটু ভালো করে করো" না বলে বলুন, "এখানে এই পার্টটা একটু ডিটেইল করলে দারুণ হবে!"

 লিসেন করুন! – শুধু নিজের কথা বললেই হবে না, অন্যদের কথাও শুনুন!

 ইমেল/মিটিং স্কিল – “Okay noted” না বলে প্রজেক্টের পরবর্তী স্টেপ নিয়ে একটু ইনপুট দিন!


Pro Tip: টিমওয়ার্কের ৯০% সমস্যা ভালো কমিউনিকেশন দিয়ে সলভ করা যায়! 


 ৩। টিমে ড্রামা? আপনি হোন "শান্তির দূত!"

সব টিমেই একজন বেশি বলে, একজন কিছুই বলে না, আর একজন সবকিছুতে বিরক্ত! 


 সবার পার্সোনালিটি বুঝুন!

 মাঝেমধ্যে টিমের মুড চেঞ্জ করুন! – “এই টাস্কের পর আমরা একসাথে কফি ব্রেক নিই?”

 কনফ্লিক্ট হলে সরাসরি গুছিয়ে বলুন! – “তুমি যে বললে, সেটায় ভালো পয়েন্ট আছে, তবে যদি এইভাবে করি?”


Pro Tip: যদি টিমের সমস্যা মিটিয়ে ফেলতে পারেন, তাহলে বস আপনাকে নিজের ডান হাত বানিয়ে ফেলবে! 


 ৪। ইনিশিয়েটিভ নিন, কিন্তু "অল ইন ওয়ান" হতে যাবেন না!

 নেতা হন, বাট বস নয়! – “আমি এটা হ্যান্ডেল করব, কেউ হেল্প করতে চাইলে বলুন!”

 জরুরি সময়ে অ্যাকশন নিন! – কেউ পিছিয়ে পড়লে, সাহায্য করুন!

 ডেলিগেট করতে শিখুন! – সবকিছু একাই করার চেষ্টা করলে, নিজেই ক্লান্ত হয়ে যাবেন!


Pro Tip: টিমওয়ার্কে লিড করতে জানলে, প্রমোশন একটা সময় না চাইলেও আপনার ঘাড়ে এসে পড়বে! 


 ৫। "আমিই সব জানি" ভাব বাদ দিন!

 হেল্প চাইতে জানুন! – টিমে ভালো পরিবেশ গড়তে, মাঝে মাঝে নিজেও সাহায্য চান!

 ফিডব্যাক নিন! – কাজের পরে টিমকে জিজ্ঞেস করুন, "আমার কোনো ইম্প্রুভমেন্ট লাগবে বলে মনে হয়?"

 এক্সপেরিয়েন্স শেয়ার করুন! – নতুন কেউ জয়েন করলে, তাকে হেল্প করুন!


Pro Tip: টিমওয়ার্ক মানে শুধু নিজের গ্রোথ না, বরং একসাথে গ্রোথ! 


এখনই টিমওয়ার্ক স্কিল আপগ্রেড করুন!

টিমওয়ার্কে স্মার্ট হলে, শুধু কাজই না, ক্যারিয়ারও সহজ হয়ে যাবে! 


আরও স্মার্ট ক্যারিয়ার টিপস পেতে Youman কমিউনিটিতে জয়েন করুন! 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন