কভার লেটার লিখে কিভাবে রিক্রুটারদের নজরে আসবেন?

একটা গল্পটা দিয়ে শুরু করি।

জিয়ান মিরপুরে থাকেন। আইবিএ-তে চান্স পাননি, ডিপার্টমেন্টটাও খুব হাই-ফাই না, কিন্তু ভিতরে একরকম আগুন। কফি খেতে খেতে ভাবছিলেন—"এই পজিশনের জন্য আমিই পারফেক্ট, কিন্তু কিভাবে বোঝাবো?"
রিজিউমে সবকিছু আছে। GPA, কয়েকটা ছোটখাটো প্রজেক্ট।
তবু কিছু যেন কম।


তখনই তিনি লিখলেন একটা চিঠি।

একটা কভার লেটার।
একটা ছোট্ট চিঠি যা পাঠিয়ে দিলেন HR ম্যানেজার রূপান্তি চৌধুরীর মেইলে।

পাঁচদিন পর ফোন এলো। রূপান্তি চৌধুরী বললেন,

“আপনার লেটারটা আমি এক বসায় তিনবার পড়েছি। ইন্টারভিউতে আসুন।”

আর বাকিটা, আপনি নিশ্চয় বুঝে ফেলেছেন।


 কভার লেটার মানে কী?

এইটা একটা introduction না।
এটা একটা ছোট্ট নাটক।
যেখানে আপনি আপনার চরিত্রটা এমনভাবে ফুটিয়ে তুলবেন, যেন রিক্রুটার মুগ্ধ হয়ে বলে,

“ওকে, এই লোকটা interesting!”

আপনার রিজিউমে আছে আপনি কী করেছেন।
কিন্তু কভার লেটারে থাকবে কেন করেছেন, কিভাবে শিখেছেন, এবং কে আপনি।


তাহলে কভার লেটার লিখবেন কিভাবে?

১. "Hi, I’m not boring" ওপেনিং

“Growing up, I used to write fake advertisements on my school books. Now I want to write real ones—for you.”

রিক্রুটার চায় চোখ আটকে যাক। আপনি যদি এক লাইনে সেটা করতে পারেন, আপনি already ahead.

২. কোম্পানির প্রেমে পড়ার গল্পটা বলুন

“Your campaign on ‘শব্দের শক্তি’ felt personal. That’s why this job matters to me.”

বলুন আপনি কেন এই কোম্পানির জন্য কাজ করতে চান।
Copy-paste করা generic কথা বাদ দিন। রিক্রুটার রোবট না, মানুষ। তাকে impress করতে হলে personal connection দেখাতে হবে।

৩. নিজের ভুল, যুদ্ধ, শেখা – সবই সোনা

“Our campus startup failed. Twice. But I learned more from those failures than all of my classes combined.”

আপনি মানুষ। মানুষ ভুল করে।
কিন্তু যারা ভুল থেকে শেখে, তারাই leader হয়।
আপনার গল্পে সেটা থাকুক।

৪. ‘Call me maybe’ কাইন্ড অফ এন্ডিং

“If this letter made you smile, I’d love to have a coffee and talk about how I can add value to your team.”

একটা ending রাখুন, যাতে মনে হয় আপনি দরজা খুলে রেখেছেন।
এটা চিঠি, দরজা না।


 টিপস:

🟡 Dear Sir/Madam – পুরাতন পৃথিবীর শব্দ
🟢 Dear [Recruiter's name] – আধুনিক পৃথিবীর দরজা

🟡 "I am a hardworking, punctual individual…"
🟢 “Deadlines are like video game timers to me. I beat them just for fun.”

🟡 "Looking forward to hearing from you."
🟢 “Let’s make something exciting together.”


জিয়ান এখন কোথায়?

আজ সকালেই LinkedIn-এ একটা পোস্ট দিয়েছেন,

"Got promoted! Two years ago I was just a random CV in a pile. But one letter changed everything."

একটা চিঠি।
একটা honest, funny, real চিঠি।

আপনিও পারেন।
শুধু সাহস করে একটু নিজের মতো লিখতে হবে।

 "লেখার মধ্যে যদি সত্য না থাকে, তা যত সুন্দর হোক, পাঠকের মন ছুঁবে না।"

আপনার কভার লেটার যদি সৎ হয়, মজার হয়, আর একটু আপনি হয়—
তাহলে সেটা জ্বলবে। ঠিক চোখে চোখে।

জীবনটা অনেক জটিল? চিন্তা নেই! Youman আছে শেখার জন্য, আপনিও আছেন জানার জন্য!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন