এক্সপেরিয়েন্স পাওয়ার সহজ রোডম্যাপ
নতুন গ্র্যাজুয়েটদের কমন প্রশ্ন—আমি তো নতুন, কিন্তু চাকরি পেতে এক্সপেরিয়েন্স দরকার। কেমন যেন একটা মধুর সমস্যায় ফেলে দেয়, তাই না? তবে, জানেন কি, চাকরি পাওয়ার অনেক আগে থেকেই আপনার এক্সপেরিয়েন্সের যাত্রা শুরু হয়ে যেতে পারে। একটু ক্রিয়েটিভলি এগিয়ে গেলেই চাকরি খোঁজা আর কঠিন লাগে না। আসুন জেনে নিই, কীভাবে!
১. ইন্টার্নশিপ
অনেক ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির সাথে ইন্টার্নশিপ অপরিহার্য বিষয়। ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানেই ইন্টার্ন হিসেবে কাজ করা চমৎকার এক অভিজ্ঞতা। বেশির ভাগ প্রতিষ্ঠান ইন্টার্নদের জন্য কিছু না কিছু স্টাইপেন্ড ও বেনিফিট দিয়ে থাকে। আর কাজ ভাল করলে এক্সট্রা সুযোগ—স্থায়ী চাকরির অফারও দিতে পারে! তাই ইন্টার্নশিপ শুধু কাজ শেখায় না, আপনার সিভিতেও একটা প্রফেশনাল টাচ এনে দেয়।
২. ভলেন্টিয়ারিং
অনেক নন-প্রফিট অর্গানাইজেশন আছে, যারা ভলেন্টিয়ার নিয়োগ দিয়ে থাকে। এ ধরনের সংস্থার সাথে যুক্ত হয়ে ভলেন্টিয়ার কাজ করলে নানা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। অনেক সময় এমন প্রতিষ্ঠানেও কাজ করার সুযোগ আসতে পারে, যাদের আপনি আগে থেকেই পছন্দ করতেন। নন-প্রফিট অর্গানাইজেশন সাধারণত কর্মদক্ষতা দেখে, তাই দক্ষতা বিকাশের একটা বড় সুযোগ এখানে আছে।
৩. পার্ট টাইম প্রজেক্ট
প্রজেক্ট-বেসড কাজ, বিশেষ করে ব্র্যান্ড প্রমোশন বা স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোর কাজও বেশ অভিজ্ঞতা এনে দেয়। অনেক প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের জন্য পার্ট-টাইম বা প্রজেক্ট-বেসড কাজের জন্য লোক নিয়োগ করে। এই ধরনের কাজ করতে করতে পরিচিতি যেমন তৈরি হয়, তেমনি সিভিতেও একটা স্পেশাল এডিশন যোগ হয়!
৪. ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং করতে করতে আমরা কাজ শিখে যাই, আর কাজ শিখতে শিখতেই দক্ষ হয়ে উঠি। ফ্রিল্যান্সিং করতে শুরুতে হয়তো বিনামূল্যে কাজ করতে হতে পারে, কিন্তু এতে অভিজ্ঞতা তো বাড়েই, পাশাপাশি কিছু পজিটিভ রেফারেন্সও তৈরি হয়। ফ্রিল্যান্সিংয়ে অর্জিত অভিজ্ঞতা সিভিতে আপনার স্কিলকে হাইলাইট করবে। আর, কে জানে, হয়তো একদিন ফ্রিল্যান্সিং-ই হতে পারে আপনার স্থায়ী ক্যারিয়ার!
প্রথম চাকরি পাওয়ার ক্ষেত্রে সিভিতে এক্সপেরিয়েন্সের ঘাটতি থাকলে এই চারটি স্টেপ ফলো করে স্টুডেন্ট লাইফেই কিছু কাজের অভিজ্ঞতা যোগ করতে পারেন। তাতে চাকরি পাওয়া একটু সহজ হবে, আর সিভিতেও তৈরি হবে ভিন্ন এক দৃষ্টান্ত!
Youman কমিউনিটির অংশ হয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে উন্নত করুন। আমাদের সাথে থাকলে ক্যারিয়ার, স্বাস্থ্য আর আরও অনেক কিছুতে পাবেন নতুন দৃষ্টিভঙ্গি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন