একলা ট্রাভেলের মজাই আলাদা

ঘুরে বেড়াতে কার না ভালো লাগে? বন্ধুবান্ধবদের সাথে ট্রাভেল মজার হলেও একা একা ট্রাভেল করা কিন্তু অন্যরকম এক্সপেরিয়েন্স! এটা কেবল দুনিয়াটাকে জানার সুযোগই দেয় না, নিজের সঙ্গেই নতুন করে পরিচয় করায়। রবীন্দ্রনাথের সেই লাইন মনে পড়ছে?


“যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে।”

বন্ধুরা মিলে ট্যুর প্ল্যান করতেই পছন্দ করে। কিন্তু চলুন একা ঘুরতে যাওয়ার মজা কেমন হতে পারে, আর কীভাবে একটু প্রস্তুতি নিয়ে একা একা বেরিয়ে পড়া যায় – জানি কয়েকটা কুল টিপস দিয়ে।

১।  সেলফ কনফিডেন্স হায়েস্ট লেভেলে!

একাই যাচ্ছেন তো, কনফিডেন্সটা রেডি রাখুন। ট্রাভেল প্ল্যান থেকে শুরু করে যাবার আগ পর্যন্ত ট্যুরের সবকিছু আপনাকেই করতে হবে। নিজেই ট্রিপ প্ল্যানার, নিজেই বুদ্ধিদাতা - তাই নিজের উপর ভরসা রেখে বেরিয়ে পড়ুন।

২।  কোথায় যাচ্ছেন সেটা আগে সিলেক্ট করুন

প্রথমে ভাবুন, এই ট্রিপের মূল গোল কী? নতুন বন্ধু বানানো, একদম চিল করা, না কি সম্পূর্ণ রেস্ট মুড? একা ট্যুরের জন্য ট্যুরিস্ট-ফ্রেন্ডলি জায়গা বেছে নিন। এসব জায়গায় স্থানীয়রা পর্যটকদের হেল্পফুল হয় আর অনেকেই আপনার মতো একাই ঘুরতে আসে।

৩।  বাজেট প্ল্যানিং মাস্ট!

ট্রাভেল মানেই খরচের হিসেব। দেশের ভিতরে নাকি দেশের বাইরে যাচ্ছেন, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। হোটেল, গাড়ি, খাবার সব মিলিয়ে পুরো ট্রিপের একটা রাফ বাজেট মাথায় রাখা ভালো, যাতে টেনশন ফ্রি থাকেন।

৪।  স্মার্ট ট্যুর প্ল্যান

যেখানে যাচ্ছেন তার সম্পর্কে কিছু ডিটেইলস জেনে রাখুন। “ট্রিপ অ্যাডভাইজার” বা এই রকম অ্যাপে ঢু মেরে জেনে নিতে পারেন ডেস্টিনেশনের হ্যাপেনিং ইনফো। এই প্রিপারেশন আপনাকে রাখবে স্মার্ট ও কুল!

৫।  লাগেজ কিন্তু লাইট হোল্ড!

একা গেলে লাগেজ নিয়ে বেশি ভাবতে হবে। অল্পকিছু প্রয়োজনীয় টি-শার্ট, বা যদি কোল্ড জায়গায় যান, তাহলে গরম কাপড় রাখতে ভুলবেন না। কারণ বিচে গিয়ে তো আর হুডি পরে থাকতে পারবেন না, তাই না?

৬।  মিশন ডেস্টিনেশন!

ট্যুরের মূল উদ্দেশ্য কী, সেটাও ভাবুন। স্কুবা ডাইভিং? পাহাড়ে ট্রেকিং? নাকি একদম সেলফ টাইম কাটানো? আগে পরিকল্পনা ঠিক করুন তারপর বেরিয়ে পড়ুন মিশন ডেস্টিনেশনে।

৭।  সিকিউরিটি অলওয়েজ অন

একা বের হলেই নিজের সিকিউরিটির ব্যাপারটা মাথায় রাখুন। নিজের এনআইডি বা পার্সোনাল আইডেন্টিটি কার্ড সাথে রাখুন আর যেখানে থাকছেন সেখানে একটা লোকাল যোগাযোগ রাখলে ভালো।

৮।  লোকেশন আপডেট দেওয়া কিন্তু দরকার!

একা গেলে, অন্তত একজন বন্ধুকে মাঝে মাঝে লোকেশন আপডেট দিয়ে রাখুন। এতে প্রয়োজন হলে আপনাকে খুঁজে পেতে সবার সুবিধা হবে। তবে ৫ মিনিট পরপর চেক-ইন দেবেন না যেন!

প্রতিদিনের মতো এডভেঞ্চার হোক হাই লেভেল – Youman-এর সাথে এভাবে একা একা ঘুরে জীবনটাকে মেক করুন সুপার কুল!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন