ভালো চাকরির টেকনিক
পড়াশোনার ধাপ শেষ। রেজাল্টও বেশ ভালো। কিন্তু তবুও চাকরি নামক সোনার হরিণের সন্ধান এখনো মেলেনি। আগের সেই ধারণা—ভালো রেজাল্ট মানেই ভালো চাকরি—এখন আর সত্যি নয়। বর্তমানে চাকরির ক্ষেত্রে নতুন নতুন চাহিদা যোগ হয়েছে। এসব চাহিদার সাথে মিলিয়ে নিজেকে গড়ে তুলতে হচ্ছে নবীন চাকরি প্রার্থীদের। কীভাবে কিছু সহজ টেকনিক ফলো করে ভাল চাকরি পাওয়া সম্ভব? চলুন দেখে নেই!
১। স্মার্ট সিভিপ্রথম ধাপ হলো স্মার্ট একটি সিভি তৈরি করা। নিজের সিভি এমনভাবে তৈরি করুন যা আপনাকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করে। একটি গুছানো সিভি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। আপনার দক্ষতা ও যোগ্যতা ঠিকভাবে তুলে ধরলে ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
২। মেইক আ ম্যাচ
চাকরি খোঁজার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি সঠিক কাজটি খুঁজছেন। আপনি কি ধরনের কাজ করতে চান, সেটা নিয়ে পরিষ্কার ধারণা রাখুন। যেমন, বিবিএ পাশ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া কঠিন। তাই, চাকরি খুঁজতে যাওয়ার আগে নিজের যোগ্যতা এবং পছন্দ নিয়ে একটু ভাবুন।
৩। গেট দ্যা স্কুপ
চাকরিতে আবেদন করার আগে খুঁজে দেখুন, কোম্পানির কারো সাথে কি আপনার যোগাযোগ আছে? যদি পরিচিত কেউ না-ও থাকে, তবু বিভিন্ন নেটওয়ার্কিং সাইট যেমন লিংকডইন ব্যবহার করে চেষ্টা করুন। যদি কোম্পানির কারো সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে বর্তমান পজিশন ও কাজের বিষয়ে খোঁজখবর নিন। তিনি হতে পারেন আপনার রেফারেন্স!
৪। ইন্টারভিউইং বোথ ওয়েজ
যেভাবে ইন্টারভিউ কোম্পানির জন্য Important, ঠিক সেভাবেই কোম্পানিকে জানাও আপনার জন্য Important। ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন করা হয়, সেগুলোর জন্য নিজেকে রেডি করে নিন। এছাড়া, ইন্টারভিউ শেষে কোম্পানি সম্পর্কে আপনার যেসব প্রশ্ন আছে, সেগুলো অনুমতি নিয়ে জিজ্ঞেস করুন। এতে ইন্টারভিউয়ারের কাছে আপনার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে।
৫। চেক আউট দ্যা কোম্পানি কালচার
যে কোম্পানিতে কাজ করতে আগ্রহী, তাদের কালচার সম্পর্কে আগে থেকে ধারণা নেওয়া বেশ জরুরি। যেমন, কোম্পানির মালিকানার ধরন, আপনার সম্ভাব্য ক্যারিয়ার গ্রোথ কেমন হতে পারে—এসব জানুন। আপনার ইউনিভার্সিটি বা কলেজের সিনিয়রদের কাছ থেকেও সাহায্য নিতে পারেন।
কিছু সহজ স্টেপ ফলো করে আর স্মার্ট কিছু টেকনিকের মাধ্যমে আপনিও পেতে পারেন,যে রকম চাকরি চান।
জীবনের প্রতিটি মোড়ে দরকার সঠিক সাথী আর দিকনির্দেশনা? Youman-এর সাথে থাকুন এবং আপনার সম্ভাবনাকে খুঁজে বের করুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন