ই- লার্নিং? লেসন হবে ইজি।
ই-লার্নিং থেকে বেস্ট আউটপুট?
১। প্রস্তুতি নিয়ে নাওঃ
একটা নির্দিষ্ট টাইম আর জায়গা বেছে নাও যেটা শুধু ই-লার্নিংয়ের জন্য। কনসেনট্রেশন বাড়বে, ডিসট্র্যাকশন কমবে।
২। ভার্চুয়াল ক্লাসে কনফিডেন্ট থাকোঃ
নরমাল ক্লাসরুমের মতোই ফিল আনো ভার্চুয়াল ক্লাসেও। চেয়ারে সোজা হয়ে বসো, বিছানায় শুয়ে না। এটা প্রফেশনাল, তাই না?
৩। প্রশ্ন লিখে রাখোঃ
ক্লাস চলাকালীন মাথায় যা যা আসে, সেই প্রশ্নগুলো নোট করে রাখো। শেষে ইন্সট্রাক্টরকে মেসেজ বা ইমেইল করে শেয়ার করলে ক্লিয়ার হবেই।
৪। ক্যামেরা আর মাইক্রোফোন হ্যাক্সঃ
ক্যামেরা অন রাখলে ব্যাকগ্রাউন্ড ব্লার করো আর মাইক্রোফোন মিউট রাখো যাতে আশেপাশের আওয়াজ অন্যদের ডিস্টার্ব না করে। হেডফোন ইউজ করো স্পষ্ট শুনতে।
৫। মোটিভেশন মেইন্টেন করোঃ
স্ক্রিন টাইম লং হলে নিজেকে মোটিভেট রাখতে ব্রেক নাও। বন্ধুদের সাথে একটু চ্যাট করো, কফি খাও। ক্লাসের বাইরে একটু ফ্রেশ থেকো!
সফল হতে হলে রিয়েল হ্যাকস দরকার, তাই না? Youman ফলো করো আর স্মার্টলি নিজের স্কিল আর লাইফ ইমপ্রুভ করো!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন