ট্যুরে যাবার ৫ টি টিপস

 আপনারও নিশ্চয়ই এমন হয়েছে যে ট্যুরে গিয়ে জরুরি কিছু ভুলে গেছেন আর তারপর পুরো ট্রিপে ফেস করতে হয়েছে অস্বস্তি আর মেজাজ খারাপের পালা! তাই আজকে চলুন এমন ৫টি টিপস নিয়ে কথা বলি, যেগুলো মাথায় রাখলে আপনার পরবর্তী ট্যুর হবে ঝামেলা-ফ্রি আর একেবারে পারফেক্ট!

আমরা, মানে বেশিরভাগ ছেলেরাই ট্যুর প্ল্যানিং শেষ মুহূর্তে করি আর তাড়াহুড়ো করে ব্যাগ গুছাই। এর ফলেই জরুরি কিছু না কিছু মিস হয়েই যায়। তাই এই চেকলিস্টটা কাজে লাগিয়ে নিজের ট্রিপকে রাখুন হ্যাপি আর ঝামেলা-ফ্রি!

১. চার্জার - থাকলে আপনার পাওয়ার সেভড!

মোবাইল, ক্যামেরা, স্মার্টওয়াচ - যেকোনো একটা চার্জার মিস হলে কষ্টে পড়বেন। একদম ঠাণ্ডা মাথায়, সব ডিভাইসের চার্জার ব্যাগে ঢুকিয়ে রাখুন। আজকাল কুল চার্জার ব্যাগ পাওয়া যায়, চাইলে ব্যাগ আলাদা রাখতে পারেন।

২. মেডিসিন - হেলথ ইজ ওয়েলথ, তাই না?

রেগুলার কোনো ওষুধ খেলে সেটা তো অবশ্যই নিতে ভুলবেন না। এছাড়া প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, আর এন্টিসেপটিক ক্রিমও রাখুন। ছোটোখাটো অসুখে এসব কিন্তু রিয়েল লাইফ সেভার!

৩. আন্ডার গার্মেন্টস - স্যানিটেশন ফার্স্ট, বেসিক থিংকিং!

ট্রিপে গেলে নিজে ফ্রেশ থাকাটা ইম্পরট্যান্ট, তাই যত দিনের ট্যুর তত দিনের মতো আন্ডারওয়্যার রাখুন। আর নিজেদের আর আশেপাশের সবার শান্তির জন্য দরকারি বডি স্প্রে, পারফিউম কিংবা ডিওডোরেন্ট নিতে ভুলবেন না যেন!

৪. সানগ্লাস আর ক্যাপ - সূর্যের দহনে ফ্যাশনও সেভড!

এই দুইটা বেসিক জিনিস মিস করলে পরে আফসোস করেন সবাই! সানগ্লাস আর ক্যাপ আগে থেকেই ব্যাগে ঢুকিয়ে রাখুন। সানগ্লাস যদি ভুলে যান তো রাস্তার পাশের দোকান থেকেই একটা ক্যাপ বা হ্যাট নিয়ে নিন।

৫. জরুরি ডকুমেন্টস - ট্রিপ কনফার্মড!

পাসপোর্ট, টিকিট, আইডি কার্ড - এইসব জরুরি ডকুমেন্টগুলো একবার চেক করে নিন। সাথে একটা কলম রাখতে পারেন কাজে লাগবে। আর সব ডকুমেন্টসের সফট কপি মেইলে সেভ রাখুন, হারিয়ে গেলে সেখান থেকেই বের করতে পারবেন।

Enjoy the trip with extra vibe & smile - Youman-এর সাথে থাকুন সব দিন!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস