কতবার বেড়াতে যাবেন ?
সব ভুলে ট্যুরে চলে যাওয়া বা একেবারে ট্রাভেল মুড বন্ধ রাখা—এই দুইয়ের মাঝে একটা ফান ব্যালেন্স সেট করাই তো বুদ্ধিমানের কাজ! আসলেই, ট্রাভেল করার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রাখা খুব দরকার, আর এর জন্য চাই সঠিক প্ল্যান।
১। অ্যানুয়াল লিভ কাজে লাগান :
আপনি যদি স্টুডেন্ট বা জব হোল্ডার হন, বছরে যেসব অ্যানুয়াল লিভ থাকে, সেই টাইমটা পারফেক্ট লং ট্রিপের জন্য! আর যারা নিজের কাজে বিজি থাকেন, তারা বছরে অন্তত একটা টাইম বের করেন। এই ছুটি আপনাকে নতুন এনার্জি এনে দেবে।
২। ব্রিজ হলিডে ধরে ঘুরে আসুন :
জাস্ট ফ্রাইডে আর স্যাটারডের সাথে মিলিয়ে একটা গভার্নমেন্ট হলিডে পেলেই সেটাকে কাজে লাগান! অল্প সময়ে চটজলদি ঘুরে আসার পারফেক্ট সুযোগ পাবেন। আশেপাশের কোথাও ঘুরে আসতে এতেই পারফেক্ট ব্রেক।
৩। ঈদ আর পূজা ফেস্টিভ্যাল ছুটি হিট করেন :
প্রতি বছর ঈদ বা পূজার ছুটিতে আমরা বেশ কয়েকটা এক্সট্রা দিন পাই। যেহেতু এই স্পেশাল ছুটিগুলোর তারিখ আগে থেকেই জানা থাকে, ছোটোখাটো একটা প্ল্যান করলেই ফ্যামিলির সাথে ঘুরে আসা যায়।
ট্রিপ মানেই নতুন কিছু শেখা আর মাইন্ড ফ্রেশ রাখা! আপনার প্রতিটি মুহূর্তে, Youman সাথী হয়ে থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন