ইন্টারভিউতে ৫ টি ভুল সাবধান

 ইন্টারভিউতে কমন কিছু ভুল এড়িয়ে কীভাবে তৈরি করবেন সেরা ইমপ্রেশন !

একটা জব ইন্টারভিউতে আপনাকে লড়তে হবে অনেক মেধাবী ক্যান্ডিডেটদের সাথে। সময় কম আর প্রতিযোগিতা তুমুল, তাই নিজের বেস্ট কোয়ালিটি দেখানো খুবই গুরুত্বপূর্ণ। নার্ভ কন্ট্রোল করে শান্ত থেকে ইন্টারভিউ ফেস করতে হবে। ইন্টারভিউতে কয়েকটি কমন ভুল এড়িয়ে ভালো ইমপ্রেশন তৈরি করতে পারলে ইন্টারভিউয়ারদের পছন্দের তালিকায় থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। চলুন জেনে নিই ইন্টারভিউতে কী কী ভুল হতে পারে যা এড়িয়ে চলা উচিত।

১। প্রপার প্রিপারেশন না নিয়ে যাওয়া

ইন্টারভিউতে যাওয়ার আগে ভালো প্রিপারেশন নেওয়া ও কনফিডেন্স দেখানো খুবই গুরুত্বপূর্ণ। যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তার সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা উচিত। কোম্পানির ব্যাকগ্রাউন্ড, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয় ও ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা সম্পর্কে বেসিক ধারণা নেওয়া উচিত। না হলে আপনি সহজেই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন।

২। ইমপ্রোপার ড্রেস আপ

ইন্টারভিউয়ে যাওয়ার সময় ড্রেস সিলেকশন নিয়ে সচেতন থাকতে হবে। পোশাকটা ক্লিন এবং সুন্দর করে আয়রন করা দরকার। যদিও আইটি বা ক্রিয়েটিভ কোম্পানিগুলো ড্রেসের বিষয়ে ফ্লেক্সিবল, তবুও ঝামেলা এড়াতে ইন্টারভিউয়ের জন্য ফর্মাল ড্রেসই বেস্ট চয়েস।

৩। খুব বেশি বা কম কথা বলা

ইন্টারভিউতে অতিরিক্ত কথা বলা বা একদমই কম কথা বলা, দুটোই ভুল। সঠিক হচ্ছে মাঝামাঝি একটা ব্যালেন্স রাখা। এই ব্যালেন্সটা তৈরি করতে এক্সপেরিয়েন্সড কারো সাথে মক ইন্টারভিউ প্রাকটিস করা যেতে পারে।

৪। পুরানো কোম্পানি ও বসের বদনাম করা

ইন্টারভিউতে পুরানো কোম্পানির বদনাম করা, কলিগদের নিয়ে কমপ্লেইন করা বা বসের নামে অভিযোগ করা একদম ঠিক না। এতে ইন্টারভিউয়ার মনে করতে পারেন যে ভবিষ্যতে এই ধরনের নেগেটিভ ধারনা তার কোম্পানির জন্যও হতে পারে। উত্তর দেওয়ার সময় ডিপ্লোম্যাটিক থাকুন।

৫। কোনো প্রশ্ন নেই বলা

ইন্টারভিউয়ের শেষের দিকে ইন্টারভিউয়ার যদি জিজ্ঞেস করেন আপনার কোনো প্রশ্ন আছে কিনা, তখন “না” বলাটা ঠিক না। ইন্টারভিউ একতরফা প্রশ্ন-উত্তরের সেশন নয়; এটাকে কনভারসেশনে পরিণত করতে হবে। আপনি এমন কিছু প্রশ্ন করতে পারেন, যেমন: আপনি যে ডিপার্টমেন্টে কাজ করতে যাচ্ছেন, সেখানে কি কোনো স্পেসিফিক প্রজেক্ট চলছে? কিংবা কোম্পানির সাম্প্রতিক কোনো অর্জন যা আপনার নজর কেড়েছে, সেই বিষয়ে জানতে চাওয়া।

এই পাঁচটি ভুল এড়িয়ে চললে আপনার ইন্টারভিউ হতে পারে পারফেক্ট।

আলাদা কিছু শিখতে চান? Youman কমিউনিটিতে যোগ দিন, যেখানে ছোট ছোট টিপস আপনার জীবনের বড় বড় পরিবর্তন আনতে সাহায্য করবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন