ফটো না সিনারি
ঘুরে বেড়াতে আমরা সবাইই কমবেশি পছন্দ করি। কিন্তু আসলে কি করি? চোখের সামনে থাকা অদ্ভুত সুন্দর দৃশ্যটা না দেখে, মোবাইল স্ক্রিনেই আটকে থাকি! ছবি তুলে তুলে ফিলটা মিস হয়ে যায়। তাহলে কি ট্যুরে গিয়ে আসলেই ছবি তুলব, নাকি একটু ফিলিংস নিয়ে মুহূর্তগুলো উপভোগ করব?
আজকাল ফোনের দারুণ ক্যামেরা থাকায় ফ্রেম ভরানো যেন একটা ফেভারিট হবি হয়ে গেছে! কিন্তু সমস্যা হল, আমরা ছবিগুলো পরে দেখি না। নায়াগ্রা ফলস বা তাজমহল গেলে অগুনতি ছবি তোলার বদলে, ভালো লাগার মোমেন্টটা একটু এঞ্জয় করাই আসলে ঠিক কাজ।
ফটো তোলার ব্যাপারে একটু চুজি হওয়াই ভাল। সামনে যাই দেখবেন, তার ছবি তুলে লাভ নেই। বিখ্যাত স্থাপনার সামনে একটা সেলফি বা দুটো ক্লিক অবশ্যই মেমোরি বানিয়ে দিতে পারে। সোশাল মিডিয়া চেক-ইন করতে হলেও কিছু ছবি তো লাগেই!
তবে আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফার হন, তাহলে অবশ্যই অন্য লেভেলের সাবজেক্ট ওয়াইজ ছবি তুলবেন।
মূল কথা হচ্ছে—ট্যুরে গিয়ে বেশি ছবি তুলতে গিয়ে মজাটা মিস করবেন না! লাইক-কমেন্টের অপেক্ষায় সুন্দর মুহূর্তগুলো স্কিপ করবেন না। কারণ, একই জায়গায় আবার নাও ফিরে যেতে পারেন।
Youman-এর দলে থাকলে বাধা ভাঙবে অনায়াসে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন