রিলেশনশিপের প্রবলেম? সমাধান সহজ
ছেলেরা রিলেশনশিপ হ্যান্ডেল করতে গিয়ে প্রায়ই ঝামেলায় পড়ে! আসলে ভারসাম্য রাখা কঠিন। পড়াশোনা, ক্যারিয়ার, পার্সোনাল আর প্রফেশনাল লাইফ নিয়ে মাথায় কেবল ঝামেলার পাহাড় জমে যায়! তাই আজ শেয়ার করছি কিভাবে রিলেশনশিপের কমন সমস্যাগুলোর সমাধান করা যায়।
১। কমিউনিকেশন
রিলেশনশিপের সবচেয়ে বড় সমস্যা হলো আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি। মনোযোগ দিয়ে কথা শোনার ট্রাই করুন। পার্টনারের কথা বুঝে তাকে গুরুত্ব দিন। রেগে বা ইগনোর করে সবকিছু জটিল বানানোর দরকার নেই!
২। রিয়ালিস্টিক এক্সপেকটেশন
আপনার পার্টনারও মানুষ, ভুল ত্রুটি থাকবে। এক্সপেক্টেশন খুব বেশি রাখলে বেঁচে থাকাই হার্ড হয়ে যাবে! রিলেশনশিপটাকে বাস্তবমুখী করে নিন; সময়ের সাথে নিজেকেও আপগ্রেড করুন।
৩। ফিনান্সিয়াল ফ্যাক্টর
টাকা-পয়সা নিয়ে ঝামেলা যেন দুঃস্বপ্ন না হয়ে দাঁড়ায়! দুজনের আর্থিক অবস্থা আলাদা হতে পারে, এটাই স্বাভাবিক। বাজেট নিয়ে কমন সেন্স দিয়ে চলুন।
৪। প্রায়োরিটি
নিজের লাইফের প্রায়োরিটি ঠিক করে চলুন। কাজ যেমন দরকার, রিলেশনশিপের এক্সপেক্টেশনও মেইনটেইন করতে হবে। দিন-রাত শুধু রিলেশনশিপে ডুবে থাকলে লাইফ ম্যানেজ করা মুশকিল হবে।
৫। কনফ্লিক্ট
ঝগড়া ভালোবাসা কমায় না। ঝগড়ার মাঝেও সমস্যা বুঝে সমাধানের দিকে যান। বারবার ইস্যু না তুলে কীভাবে সহজে কাজ হবে সেটা ফোকাস করুন।
৬। ট্রাস্ট
যদি ট্রাস্ট ইস্যু থাকে, তাহলে খোলাখুলিভাবে কথা বলুন। পার্টনারের ফিলিংসকে গুরুত্ব দিন। মিথ্যা বলার প্রবণতা কাটাতে হবে।
৭। গিভ এন্ড টেক
কেবল পাওয়ার দিকে না, নিজের শতভাগ দিতেও প্রস্তুত থাকুন। এক্সপেক্টেশনের সাথে ম্যাচ না করলেও নিজের সাপোর্ট থামাবেন না।
আপনার পার্সোনাল হেলথ, মেন্টাল হেলথ, ফিনান্স, ক্যারিয়ার, আর ম্যানহুড নিয়ে আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে Youman-এর সাথে কানেক্টেড থাকুন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন