স্কিল বাড়ান সহজেই!
ক্যারিয়ারে এগিয়ে যেতে স্কিল ডেভেলপমেন্টে গুরুত্ব দিন। ক্যারিয়ারে সফল হতে চাইলে নতুন স্কিল শিখার বিকল্প নেই। তবে এই স্কিল ডেভেলপ করতে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। চলুন দেখে নেই কীভাবে আরও কার্যকরভাবে নতুন স্কিল বিল্ড করা যায়।
১। বাস্তববাদী হন (Be Realistic)।
আপনার স্কিল ডেভেলপের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা করুন। যেমন, আপনি যদি ইংরেজি শিখতে চান, তবে ২ সপ্তাহে ফ্লুয়েন্ট ইংরেজি বলা সম্ভব হবে না। তাই স্কিল শেখার সময় বাস্তববাদী লক্ষ্য নির্ধারণ করুন।
২। পরিমাণের চেয়ে কোয়ালিটিতে ফোকাস করুন।
ছোট ছোট ১০-২০টি অপ্রয়োজনীয় স্কিল শেখার চেয়ে এমন ১-২টি স্কিল শিখুন যা আসলেই আপনার কাজে আসবে। কাজেই, অল্প কিন্তু প্রয়োজনীয় স্কিলে মনোযোগ দিন।
৩। রেজাল্টের চেয়ে প্রসেসে ফোকাস করুন।
যদি আপনার লক্ষ্য প্রমোশন পেতে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা হয়, তবে রেজাল্টের চেয়ে কমিউনিকেশন স্কিল শেখার প্রসেসেই ফোকাস করুন। প্রসেসে মনোযোগ দিলে রেজাল্ট নিজে থেকেই আসবে।
৪। আপনার কাজে লাগবে এমন স্কিল বেছে নিন।
যে স্কিল আপনার কাজের জন্য প্রয়োজনীয় সেটাই বেছে নিন। যেমন, যদি ডাটা এনালাইসিসের প্রয়োজন হয়, তবে অ্যাডভান্স এক্সেল শিখুন। সময়, অর্থ ও শ্রমের মূল্যায়ন করে, প্রাসঙ্গিক স্কিলেই সময় দিন।
৫। আগে নিজের স্ট্রেংথ (Strength) চেনেন।
নতুন স্কিল শেখার আগে নিজের স্ট্রেংথ বুঝুন। প্রশ্ন করুন, আপনার এই স্কিল ডেভেলপ করতে ইচ্ছা ও প্রয়োজনীয়তা রয়েছে কিনা। নিজের সামর্থ্য বুঝে নিন এবং আত্মবিশ্বাসের সাথে নতুন স্কিল শেখায় ঝাঁপিয়ে পড়ুন। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিয়মিত স্কিল ডেভেলপ করা জরুরি।
এই টিপসগুলো মেনে স্কিল ডেভেলপ করুন এবং ক্যারিয়ারে আরও এগিয়ে যান!
যদি এরকম আরো দারুণ সব টিপস আর ইনফো পেতে চান, তাহলে Youman কমিউনিটিতে যোগ দিন। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে, আমাদের সাথে থাকুন এবং চলুন একসাথে এগিয়ে যাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন