চ্যাট করার বেসিক টেকনিক

টেক্সটিং-এর বেসিক এটিকেট ও ম্যাসেঞ্জারের চমৎকার হ্যাক্স!

আজকাল আমরা বেশিরভাগ কথা ফোন বা টেক্সটের মাধ্যমে করি। তবে টেক্সটিং-এরও কিছু এটিকেট আছে যা না মানলে অন্যপক্ষ মনে করবে, "এই ছেলে/মেয়ে এতটা রুড কেন?" তাই চলুন জেনে নিই কিছু মজার টিপস ও ট্রিকস, যা দিয়ে আপনার টেক্সটিং লেভেল নেক্সট গিয়ারে চলে যাবে।

ট্রিকস ১. টেক্সটিং-এর বেসিক এটিকেট মেনেই শুরু করি:
যে কাউকে টেক্সট করার আগে নিজের পরিচয়টা দিন, বিশেষ করে যদি পরিচিত না হন। একেবারে তেড়েফুঁড়ে মেসেজ দিয়ে বসবেন না। যেমন, “এটা বুঝছি না, একটু হেল্প করেন” - শুনতে বেশ কমান্ডিং শোনায়, তাই না? এর বদলে, একটু ভদ্রতার ছোঁয়া দিন, শেষে একটা ছোট্ট ইমোজি যোগ করুন। এছাড়া, ভুল বানান ঠিক করতে এস্টেরিস্ক দিয়ে সঙ্গে সঙ্গে শুদ্ধ বানান লিখে ফেলুন। এতে দেখাবে আপনি কেয়ারফুল আর প্রফেশনাল।

 ট্রিকস ২. "সিন করে রেখে দেওয়া" – বড় ধরনের "রুডনেস":
কেউ মেসেজ করলে, দ্রুত রিপ্লাই না দিতে পারলে পরে রিপ্লাই দিন। কিন্তু শুধু সিন করে রেখে দেওয়া কিন্তু বেমানান। দরকার হলে একটা সংক্ষিপ্ত রিপ্লাই দিন।

ট্রিকস ৩. মেসেঞ্জারের "সিক্রেট" কাজে লাগান:
মজার বিষয় হলো, আপনি নিজেকেও মেসেজ করতে পারেন। শুনে অবাক লাগছে? নিজের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ চ্যাটে নানা গুরুত্বপূর্ণ তথ্য, যেমন বুক লিস্ট, কাজের আইডিয়া, ইমার্জেন্সি নোটস বা অফিসের প্রেজেন্টেশন সেভ করে রাখুন। আর হ্যাঁ, নিজেকে মেসেজ করা মানে নিজের সাথে কথা বলা নয় – এটা হলো একটা মিনি নোটবুক বা রিমাইন্ডার তৈরি করে রাখা।

ট্রিকস ৪. লোকেশন শেয়ারিং - বন্ধুর বাসা খুঁজতে আর সমস্যা নয়:
বন্ধুরা বাড়ির আশেপাশে এসে যদি খুঁজে না পায়, তাহলে লাইভ লোকেশন শেয়ার করুন। এতে তারা সহজেই আপনাকে খুঁজে পাবে এবং আপনিও টেনশন ফ্রি থাকবেন।

ট্রিকস ৫. মেসেঞ্জার থেকে রিমাইন্ডার সেট করুন:
কথা বলার সময়ে যদি কোনো এপয়েন্টমেন্ট বা কাজের সময় ঠিক করে থাকেন, তখনই ম্যাসেঞ্জার থেকেই রিমাইন্ডার সেট করে নিন। এরপর মেসেঞ্জারই আপনার হয়ে আপনাকে মনে করিয়ে দেবে। 

কেমন হলো ট্রিকটা?

এই সব কৌশল কাজে লাগিয়ে সহজেই আপনার টেক্সটিং আর মেসেজিং এক্সপেরিয়েন্সকে নতুন মাত্রায় নিয়ে যান। আরও এই ধরনের মজার টিপস পেতে আর জীবনটাকে একটু সহজ করতে Youman কমিউনিটিতে যুক্ত হোন। ফলো করতে ভুলবেন না!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস