ব্যাগ গোছানোর দারুন টিপস।
ট্যুরে গেলে লাগেজ বা ব্যাগের ঝামেলা যেন না হয়, তাই লাগেজ ম্যানেজমেন্টে একটু স্মার্ট হলে পুরো ট্যুরটা হবে একদম রিল্যাক্সিং। আসুন জেনে নেই ট্রাভেল ব্যাগ গুছানোর কিছু সহজ টিপস, যেগুলো আপনাকে বানাবে প্রো প্যাকার!
১. কাপড় রাখুন ঠিকঠাক ভাবে
এলোপাতাড়ি কাপড় ঢুকালে ব্যাগ তাড়াতাড়ি ভরে যাবে। একটু গুছিয়ে রোল করে রাখলে একদিকে জায়গা বাঁচবে, আর অন্যদিকে প্রিয় আউটফিটগুলোও থাকবে রেডি-টু-গো! ডেস্টিনেশন আর ওয়েদার মাথায় রেখে নিন প্রয়োজনীয় কাপড়।
২. ভেজা কাপড় ক্যারি করবেন না
তাড়াহুড়ো করে কখনো ভেজা কাপড় ব্যাগে ফেলবেন না। শাওয়ার ক্যাপ বা প্লাস্টিক ব্যাগে ভরে রাখলে অন্য কাপড়গুলোও থাকবে সেফ!
৩. লিকুইড আইটেম সাবধানে
লিকুইড জিনিস যত কম নেয়া যায় তত ভালো। দরকার হলে ছোট বোতলে বা কন্টেইনারে নিয়ে টেপ দিয়ে সিল করে রাখুন। পলিথিনে ভরে রাখলে স্পিল হওয়ার চান্স কমে।
৪. এক্সট্রা কিছু নিবেন না
বাড়তি জিনিস ব্যাগে ভরলে তা বয়ে বেড়াতে হিমশিম খাবেন। দরকারি জিনিসগুলোই নিন—বাড়তি ওয়েট চার্জ এড়াতে অপ্রয়োজনীয় আইটেম বাদ দিন।
৫. আন্ডার গার্মেন্টসের ব্যাপারে সচেতন থাকুন
হাইজিন মেইনটেন করতে এইগুলো নিজের ব্যাগে গুছিয়ে রাখুন। ভাইরাস ইনফেকশন এড়াতে ট্যুরের সময় দরকারি গার্মেন্টস ঠিকমতো ক্যারি করুন।
৬. চার্জার, পাওয়ার ব্যাংক নিতে ভুলবেন না
ফোন, ক্যামেরা, ল্যাপটপ যা কিছু নিয়েছেন, তার চার্জার আর অবশ্যই পাওয়ার ব্যাংক নিতে ভুলবেন না। ট্যুরে থাকাকালীন সারা সময় কানেক্টেড থাকাটা বেশ ইম্পরট্যান্ট।
৭. মানি, কার্ড, দামি জিনিস আলাদা আলাদা রাখুন
এক পকেটে সব টাকা-পয়সা আর কার্ড রাখবেন না। একটু আলাদা করে ডিস্ট্রিবিউট করে রাখলে হারিয়ে গেলেও বড় বিপদ হবে না।
এই রকম ফ্রেশ টিপস পেতে Youman-এর সাথেই থাকুন আর ট্যুরকে করে তুলুন একদম ঝামেলামুক্ত!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন