সিভিতে এক্সপেরিএন্স লিখবেন কিভাবে?

ক্যারিয়ারে স্ট্রং স্টার্ট? তাহলে সিভি লিখুন স্মার্টলি!

চাকরির জন্য সিভি বানানোটা স্রেফ রুটিনের মতো কিছু না—এটা একটা আর্ট! ফ্রেশার হোন আর এক্সপেরিয়েন্সড, সিভিতে নিজেকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারাটাই আপনাকে এগিয়ে রাখবে।

১. এক্সপেরিয়েন্স ম্যাটারস: রেজাল্ট কেমন সেটার থেকে ইম্পর্ট্যান্ট আপনি কী কী অভিজ্ঞতা অর্জন করেছেন। সব এক্সপেরিয়েন্স গুছিয়ে লেখেন—ধীরে ধীরে, টপ থেকে সাজিয়ে। কখন, কোন কোম্পানিতে, কী পজিশনে কাজ করেছেন, প্রমোশন পেয়েছেন? ফ্লো থাকলে পুরো ব্যাপারটা পরিস্কার হবে।

২. জব ডিসক্রিপশন শেয়ার করুন: আপনার রোলটা কেমন ছিল? কিভাবে কাজ করতেন, আপনার কাজ কোম্পানির জন্য কতটা ইফেক্টিভ ছিল, সবটা বুলেট পয়েন্টে ক্লিয়ারলি বলুন। কাজের ইমপ্যাক্ট শো করতে পারলে সেটা আপনার প্রফাইলকে অন্য লেভেলে নিয়ে যাবে।

৩. ফরম্যাটিং মেইনটেইন রাখুন: ফন্ট ১২-তে একটা লাইন, আবার পরের লাইন ১৬? এভাবে করলে রিক্রুটার ভাববে আপনি কপি-পেস্ট এক্সপার্ট। একই স্টাইল, ফন্ট সাইজ আর লেআউট ধরে রাখুন পুরো সিভিতে—যেন লুক হয় একদম প্রফেশনাল।

৪. সিভি আ্যলাইন করুন: এক পোর্টালে একরকম সিভি আরেক পোর্টালে আরেকরকম—এটা একদমই নয়! সব জায়গায় একই সিভি আপলোড রাখুন। আর হ্যাঁ, লিঙ্কডইনটা মিস না। সব ঠিকঠাক আপডেট রাখলে চাকরি খোঁজাটা হবে স্মুথ।

এই সামান্য কিছু টিপস মনে রাখলেই দেখবেন আপনার সিভি হবে ফ্রেশ, ক্লিন আর অ্যাট্রাকটিভ!

 

সফল হতে হলে রিয়েল হ্যাকস দরকার, তাই না? Youman ফলো করুন আর স্মার্টলি নিজের স্কিল আর লাইফ ইম্প্রুভ করুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস