চাকরির জন্য কিভাবে সিভি মেইল করবেন?

 

সিভি বা রিজিউমি মেইল করার সঠিক পদ্ধতি।

আজকাল চাকরির জন্য সিভি পাঠানোর ক্ষেত্রে হার্ড কপির দিন নেই বললেই চলে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই মেইলে সিভি পাঠাতে হয় অথবা অনলাইন পোর্টালে লগ ইন করে ইনফরমেশন দিতে হয়। মেইলে সিভি পাঠালে আপনার সিভি খুলে দেখার সম্ভাবনা বাড়ে, তবে কিছু বেসিক এটিকেট মানা জরুরি। চলুন জেনে নেই সেগুলো।


১। সিভি ফাইলের নাম।

আপনার সিভির ফাইলের নামটি প্রপারলি সেট করুন। বেশিরভাগ ক্ষেত্রে সিভির ফাইলগুলো থাকে My CV, My Resume, Updated Resume1 বা Doc1 এর মতো নামে। এ ধরনের নাম রাখলে যদি কেউ আপনার প্রোফাইল পছন্দও করে, পরবর্তীতে "My CV" এর মতো জেনেরিক নাম থেকে আপনাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। সঠিক নাম দিন, যেমন: "Rashed_Hossain_Resume.pdf"।

২। মেইল অ্যাড্রেস।

আপনার যেই মেইল আইডি থেকে মেইল পাঠাবেন, সেটি যেন মিনিমাম প্রফেশনাল হয় তা নিশ্চিত করুন। প্রফেশনাল মেইল না থাকলে এখনই একটি নতুন মেইল খুলে নিন।

৩। ফাইল ফরম্যাট।

সিভিটি পিডিএফ ফরম্যাটে সেভ করে পাঠানো ভালো। নরমাল ওয়ার্ড ফাইল পাঠালে যেই কম্পিউটারে ফাইলটি খোলা হবে, সেখানে ফরম্যাটিং বা ফন্ট পরিবর্তিত হয়ে যেতে পারে। তাই পিডিএফ করা বেস্ট।

৪। ইমেইল সাবজেক্ট।

ইমেইল সাবজেক্টে "My CV" লিখবেন না। দয়া করে নিজের নাম ও যে পজিশনের জন্য এপ্লাই করছেন তা উল্লেখ করুন। যেমন, আপনার নাম যদি রাশেদ হয় এবং আপনি সিনিয়র এক্সিকিউটিভ পজিশনে এপ্লাই করছেন, তাহলে ইমেইল সাবজেক্ট হতে পারে “Resume of Rashed for Sr. Executive Position”।

৫। মেইল বডি।

মেইলের শুরুতে উপযুক্ত গ্রিটিংস জানান, তারপর কোন সোর্স থেকে চাকরির খবর পেয়েছেন তা উল্লেখ করুন। অ্যাটাচমেন্টে থাকা আপনার রিজিউমি দেখতে অনুরোধ জানান। মেইলের শেষে নিজের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করুন যাতে সহজে যোগাযোগ করা যায়।

এই কিছু সাধারণ নিয়ম মেনে সিভি পাঠালে আপনার ইমপ্রেশন ভালো হবে, এবং চাকরিদাতার সাথে যোগাযোগ সহজ হবে।

এমনই আরও টিপস পেতে এবং প্রফেশনাল লাইফকে আরও সহজ করতে Youman-এর কমিউনিটি ফলো করুন। জীবন এবং ক্যারিয়ারে সফলতার পথে প্রতিদিন এক ধাপ এগিয়ে চলুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন