জিম ফাঁকি দেয়ার ৩ টি স্টেপ।
জিমে গিয়ে ফিটনেস ধরে রাখার চেষ্টা আমরা সবাই করি, কিন্তু সবসময় রুটিন ফলো করা কি সম্ভব? একদিন স্কিপ করলেই যেন মনে হয় কনসিস্টেন্সিতে ব্রেক লাগছে! তবে চিন্তার কিছু নেই, কারণ জিমে না গিয়েও ফিট থাকা যায়। চলুন, দেখি কিভাবে।
জিম স্কিপ করলেও ফিট থাকার কয়েকটা কুল টিপস!
১. ইট স্মার্ট, ইট হেলদি!
জিমে না গেলেও ডায়েটে ফোকাস রাখতে হবে। কাজেই, যা-ই খাচ্ছেন, সেটা যেন হেলদি হয়। হাই প্রোটিন আর নিউট্রিয়েন্টস-সমৃদ্ধ আইটেম রাখুন মেনুতে। প্রপার ফুড ইনটেক দিয়ে ফিটনেস ঠিক রাখা কিন্তু বেশ ইজি!
২. পানি পান - বেস্ট ফ্রেন্ড!
জিম স্কিপ মানেই ফিটনেস স্কিপ নয়! তাই প্রচুর পানি পান করুন, কারণ ডিহাইড্রেশনই বেশিরভাগ সমস্যার মূল কারণ। পানিতে ফ্লেভার মিশিয়ে বা চিনি ছাড়া আইসড টি খেতে পারেন। এতে শরীর হাইড্রেটেড আর এনার্জেটিক থাকবে।
৩. অল্টারনেট ওয়ার্কআউট করুন।
জিম মিস করলেও ফিজিক্যাল একটিভিটি চালিয়ে যান। টিভি দেখার ফাঁকে ছোটখাটো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। বাস বা রিকশা থেকে একটু দূরে নেমে হেঁটে ফেরার চেষ্টা করুন। লিফট না নিয়ে সিঁড়ি দিয়ে উঠুন-নামুন। এছাড়া, যদি এক্সট্রা সময় থাকে, তাহলে পরের দিন একটু ডাবল ওয়ার্কআউট করে মিসটা কাভার করে নিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন