লিঙ্কডিনের রিকমেন্ডেশন! কিভাবে?

লিংকডইন রিকমেন্ডেশন: ক্যারিয়ারের জন্য এক্স ফ্যাক্টর!

একজন প্রফেশনাল হিসেবে লিংকডইন প্রোফাইল তো আমাদের সবারই জানা, কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট ফিচার আছে যেটা হয়তো অনেকেই অবহেলা করেন—রিকমেন্ডেশন। জানেন কি? ৪৭% লোক লিংকডইনের রিকমেন্ডেশন ফিচার দেখে ইন্টারভিউ কল পায়!

রিকমেন্ডেশন পাওয়া দরকার, কীভাবে?
প্রথমেই আপডেটেড লিংকডইন প্রোফাইল থাকা মেন্ডেটরি। না থাকলে রিকমেন্ডেশন কোথা থেকে আসবে? লিংকডইনে যদি কোনো প্রফেশনাল আপনাকে রিকমেন্ড করে, তাহলে রিক্রুটাররা ধরেই নেয় যে, আপনি আপনার কাজে সলিড। কিন্তু শুধুমাত্র এক-দুই লাইনের জেনারেল রিকমেন্ডেশন হলেও তা কিন্তু যথেষ্ট না।

বড় পজিশনের মানুষদের রিকমেন্ডেশন চাইতে হবে:
যে কোম্পানিগুলিতে কাজ করেছেন সেখানকার বড় পজিশনের অফিসারদের লিস্ট করে ফেলুন। এবার, লিংকডইনে গিয়ে "Ask for Recommendation" অপশনে ক্লিক করে রিকমেন্ডেশন চাইতে থাকুন। পরে, একবার ফোনে কনট্যাক্ট করে বিনীতভাবে আপনার রিকমেন্ডেশনের রিকোয়েস্ট জানাতে পারেন। এভাবে ডিরেক্ট কথা বললে মানুষ সাধারণত "না" বলে না।

সবচেয়ে ভালো অপশন কারা? এক্স-বস আর কলিগ!
এক্স-বস বা পুরনো কলিগের রিকমেন্ডেশন সবচেয়ে বেশি কাজে দেয়। কারণ, তারা যত উপরে উঠবেন, তাদের দেয়া রিকমেন্ডেশন তত ভ্যালুবেয়ার হবে।

ড্রাফট রিকমেন্ডেশন দিয়ে রাখতে পারেন!
যার কাছে রিকমেন্ডেশন চাচ্ছেন, তিনি যদি সুপার বিজি হন, তবে নিজেই একটা ড্রাফট করে দিয়ে দিন। তিনি ওটা চেঞ্জ করে পোস্ট করতে পারেন, এতে কাজটা সহজ হবে।

বন্ধু বা আত্মীয়ের রিকমেন্ডেশন? না!
বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের থেকে রিকমেন্ডেশন চাইবেন না। এরা সাধারণত প্রফেশনালি আপনার সাথে কাজ করেনি, তাই তাদের রিকমেন্ডেশন তেমন কাজ দিবে না।

ফ্রেশার হলে কিভাবে রিকমেন্ডেশন পাবেন?
ফ্রেশাররা প্রফেসরদের রিকমেন্ডেশন নিতে পারেন, এছাড়াও ইভেন্ট বা প্রজেক্টে যারা ছিলেন তাদের রিকমেন্ডেশন চমৎকার হতে পারে।

রিকমেন্ডেশন লিখতে ডিটেইল দিন:
আপনি যে প্রজেক্ট করেছেন, সেটা কখন, কীভাবে করেছেন, এবং এতে আপনার রোল কী ছিল, এসব ডিটেইল সহ রিকমেন্ডেশন দিলে সেটা বেশি গ্রহণযোগ্য। ধরুন, কলিগ যদি প্রজেক্টের সময় এবং আপনার ম্যানেজমেন্ট স্কিলের উল্লেখ করে, তাহলে ব্যাপারটা অনেক বেশি ইম্প্রেসিভ হবে।

কয়েকটা ভালো রিকমেন্ডেশন আপনার লিংকডইন প্রোফাইলের গুরুত্ব বাড়িয়ে দিতে পারে দ্বিগুণ। তো, লেগে পড়ুন আর প্রোফাইলকে বানিয়ে ফেলুন একেবারে ইম্প্যাক্টফুল!

Youman-এর সাথে থাকলে লাইফের প্রতিটা মোমেন্ট হবে স্মার্ট আর প্রোডাক্টিভ! এক্সাইটিং টিপস আর গাইড পেতে এখনই জয়েন করুন আমাদের কমিউনিটিতে!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস