ইন্টার্ভিউতে কল পাবার টেকনিক !
কিভাবে ইন্টারভিউ কল পাওয়ার চান্স বাড়াবেন!
আপনার বর্তমান চাকরির থেকে একটু বেশি বেতন আর ভালো পজিশনের অফার কেউই না করবে না, তাই না? আর সেই স্বপ্ন পূরণ করতে দরকার বেশি বেশি ইন্টারভিউ কল পাওয়া। চলুন দেখে নিই কিভাবে ইন্টারভিউ কল পাওয়ার চান্স বাড়ানো যায়।
অনেকেই চাকরির জব ডেস্ক্রিপশন না পড়ে একদম তাড়াহুড়ো করে সিভি মেইল করে দেয়। আর সিভিটা হয় তখন একটু 'জেনেরিক', মানে অনেকটা যেভাবে হোক তৈরি করা। এতে কিন্তু এইচ আর সিভি দেখেই অর্ধেকটা রিজেক্ট করে দেয়, ফলে ইন্টারভিউ কলও আসে না।
কোম্পানির দেওয়া জব ডেস্ক্রিপশনে যে যে কোয়ালিটিগুলো তারা চাচ্ছে, সেগুলো আপনার সিভিতে স্পষ্টভাবে হাইলাইট করে দিন। আপনার যোগ্যতাগুলো সুন্দরভাবে সাজিয়ে আর চাকরির রিকোয়ারমেন্ট অনুযায়ী ফোকাস করে লিখলে ইন্টারভিউয়ের জন্য ডাক আসার চান্স বেড়ে যায়।
প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জে স্মার্ট মুভ করুন! Youman কমিউনিটিতে জয়েন করে নতুন ইনসাইটস আর মোটিভেশন পেতে থাকুন সহজেই!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন