ইন্টার্ভিউতে কল পাবার টেকনিক !

কিভাবে ইন্টারভিউ কল পাওয়ার চান্স বাড়াবেন!

আপনার বর্তমান চাকরির থেকে একটু বেশি বেতন আর ভালো পজিশনের অফার কেউই না করবে না, তাই না? আর সেই স্বপ্ন পূরণ করতে দরকার বেশি বেশি ইন্টারভিউ কল পাওয়া। চলুন দেখে নিই কিভাবে ইন্টারভিউ কল পাওয়ার চান্স বাড়ানো যায়।

নরমাল সিভি আর টার্গেটেড সিভির মধ্যে পার্থক্য কী?
দুই ধরনের সিভি দেখা যায়, নরমাল সিভি আর টার্গেটেড সিভি। নরমাল সিভি মানে স্রেফ আপনার পড়াশোনা, অভিজ্ঞতা, আর ইনফরমেশন দিয়ে বানানো একটা সাধারণ সিভি। কিন্তু টার্গেটেড সিভি? এইটা হল যেটা নির্দিষ্ট চাকরির জন্য বানানো। বেশি ইন্টারভিউ কল পেতে হলে আপনাকে এই টার্গেটেড সিভির দিকেই যেতে হবে।

অনেকেই চাকরির জব ডেস্ক্রিপশন না পড়ে একদম তাড়াহুড়ো করে সিভি মেইল করে দেয়। আর সিভিটা হয় তখন একটু 'জেনেরিক', মানে অনেকটা যেভাবে হোক তৈরি করা। এতে কিন্তু এইচ আর সিভি দেখেই অর্ধেকটা রিজেক্ট করে দেয়, ফলে ইন্টারভিউ কলও আসে না।

টার্গেটেড সিভি বানাবেন কীভাবে?
একটা সহজ উদাহরণ দেই। ধরেন আপনি একজন রিলেশনশিপ এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন, যেখানে আপনার কাজ ক্লায়েন্টদের সাথে রিলেশন মেইনটেইন করা এবং নতুন বিজনেস নিয়ে আসা। এবার আপনি যদি সেলস পজিশনের জন্য এপ্লাই করতে চান, তাহলে আপনার কাজ হল এই রিলেশনশিপ ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আর সেলস পজিশনের কোয়ালিটিগুলোকে ম্যাচ করিয়ে সিভি বানানো। যখন দেখানো যাবে যে আপনার স্কিল কোম্পানির চাহিদার সাথে মিলে যায়, তখনই ইন্টারভিউ কলের চান্স বেড়ে যাবে।

কোম্পানির দেওয়া জব ডেস্ক্রিপশনে যে যে কোয়ালিটিগুলো তারা চাচ্ছে, সেগুলো আপনার সিভিতে স্পষ্টভাবে হাইলাইট করে দিন। আপনার যোগ্যতাগুলো সুন্দরভাবে সাজিয়ে আর চাকরির রিকোয়ারমেন্ট অনুযায়ী ফোকাস করে লিখলে ইন্টারভিউয়ের জন্য ডাক আসার চান্স বেড়ে যায়।

প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জে স্মার্ট মুভ করুন! Youman কমিউনিটিতে জয়েন করে নতুন ইনসাইটস আর মোটিভেশন পেতে থাকুন সহজেই!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস