ক্যারিয়ার প্ল্যানিং কেন ইম্পরট্যান্ট?
ক্যারিয়ার প্ল্যানিং কেন জরুরি?
একটা নির্দিষ্ট সময় ধরে আপনি যে কাজ করছেন, সেটাই তো আসলে আপনার ক্যারিয়ার। কিন্তু আমাদের দেশে অনেকেরই সঠিক ক্যারিয়ার প্ল্যানিং নেই। এতে কেন সমস্যা হয়, জানেন?
সবার জীবনে একটা ক্যারিয়ার প্ল্যান থাকা উচিত। কারণ, এই প্ল্যান না থাকলেই শুরু হয় কনফিউশন।
ক্যারিয়ার প্ল্যানিং না থাকলে যা যা সমস্যা হতে পারে:
স্টুডেন্ট লাইফেই আমরা ঠিকমত সাবজেক্ট চুজ করতে পারি না। অনেক সময় বাবা-চাচাদের সফল ক্যারিয়ার দেখে আমরা সেই বিষয়ে পড়া শুরু করি, অথচ নিজে তাতে ইন্টারেস্টেড না। কেমন যেন অটোপাইলটে থেকে গ্রাজুয়েশন শেষ করে ফেলি। তারপর যখন চাকরি খুঁজতে যাই, দেখি পছন্দমত কিছু পাচ্ছি না। ধরুন, একটা চাকরি পেলেনও, কিন্তু কাজ করতে গিয়ে মন বসে না। কারণ? ভালো লাগে না, ইন্টারেস্টই পাই না।
এই কারণেই দরকার ক্যারিয়ার প্ল্যানিং।
ক্যারিয়ার প্ল্যানিং কীভাবে করবেন?
যে সেক্টরে ক্যারিয়ার গড়তে চান সেটা আগে ঠিক করুন। এবং চিন্তা করুন, আজ থেকে ১০-১৫ বছর পর আপনার এই ক্যারিয়ারটা কোথায় গিয়ে দাঁড়াবে। এক বছর ব্যাংকে, পরের বছর এফএমসিজি সেক্টরে, তার পরের বছর এনজিওতে — এভাবে চাকরি চেঞ্জ করতে থাকলে আপনার ক্যারিয়ার বেশি দূর এগোবে না।
আর হ্যাঁ, যদি দেখেন কোন সেক্টরে কাজ করছেন কিন্তু মনের মতো লাগছে না, তাহলে ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করতে পারেন। তবে এই এক্সপেরিমেন্টগুলো ৩০ বছরের আগেই শেষ করতে পারলে ভালো হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন