লিঙ্কডইন একাউন্টের গোপন সুবিধা

কেন লিংকডইন একাউন্ট থাকা জরুরি?

লিংকডইন তো একটা প্রফেশনাল নেটওয়ার্ক, এখানে একাউন্ট খোলা সহজ—একটা ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে খুলে ফেলুন একাউন্ট। কিন্তু আসল কাজ হলো একাউন্টটা ঠিকঠাক মেন্টেন করা। লিংকডইনকে কিভাবে কাজে লাগাবেন আর কীভাবে মেন্টেন করবেন, আসুন জেনে নেই !

একটা পারফেক্ট প্রোফাইল বানানো

প্রফেশনাল প্রোফাইল পিকচারের সাথে নিজের এক্সপেরিয়েন্স আর এডুকেশন সুন্দরভাবে সাজান। নিজের পরিচিতি বা সামারি সেকশনে আপনার স্কিলগুলো হাইলাইট করুন। চেষ্টা করুন প্রফেশনাল আর প্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করতে, যেটা আপনাকে অন্যদের কাছে প্রোফেশনালি স্মার্ট প্রেজেন্ট করবে।

ফলো করতে থাকুন ইন্ডাস্ট্রির লিডারদের

যে কোম্পানিগুলোতে কাজ করতে চান, তাদের ফলো করুন। বিভিন্ন ইন্ডাস্ট্রির লিডারদের পোস্ট দেখে শিখুন। এটা শুধু আপনাকে ট্রেন্ডিং কনসেপ্ট বুঝতে সাহায্য করবে না, একই সাথে কীভাবে নিজেদের প্রেজেন্ট করতে হয়, তাও শিখতে পারবেন।

কানেকশন ম্যানেজমেন্ট

কোনো HR বা উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কানেকশন হলেই, সাথে সাথেই তাদের কাছে চাকরি চাওয়া যাবে না। বরং, তাদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন। তাদের শেয়ার করা পোস্টে কমেন্ট করুন, ইনবক্সে অর্থহীন ম্যাসেজ না পাঠিয়ে স্পেসিফিক বিষয় নিয়ে মতামত জানতে চান। সম্পর্কটা আগে তৈরি হতে দিন।

কন্ট্রিবিউট করতে ভুলবেন না

নিজের ইন্ডাস্ট্রি নিয়ে যেকোনো ইন্টারেস্টিং ব্যাপার বা আইডিয়া শেয়ার করতে পারেন। নিজেকে হেল্পফুলভাবে প্রেজেন্ট করলে, অন্যদের কাছ থেকে অনেক সুবিধা পেতে পারেন। অনেক ছোট ছোট সুবিধা হয়ত আপনার কাছে অনেক বড় কিছু হয়ে ফিরে আসবে।

ইনফো আর লাইফ-হ্যাকের খনি!

দেখুন কিভাবে স্মার্টলি প্রফেশনাল লাইফে এগিয়ে যাওয়া যায় Youman-এর সাথে! নতুন আইডিয়া আর লাইফ-হ্যাকের ঝুড়ি থেকে শিখে নিন মজার কিছু।

Youman-এর সাথে থাকুন, ফলো করুন!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন