ভোরে ওঠার ৪টি টিপস

সকালে উঠে দিন শুরু করলে সফলতা বেশি!

আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে গিয়ে পুরো দিনটা ভালোমতো কাটান, তাহলে আপনি বুঝতে পারবেন কতটা ফ্রেশ আর প্রডাকটিভ হতে পারেন। কিন্তু সকালে উঠে দেরি করে ঘুম থেকে উঠলে দিনটা স্ট্রেস আর হ্যাস্ত হয়ে যায়, তাই না? তো, চলুন দেখে নি কিভাবে ভোরে উঠার অভ্যাসটা তৈরি করা যায়।

১. দিনটা শুরু করার আগে এক্সারসাইজ করুন

সকালে উঠে, আপনি যদি শুধু বিছানায় শুয়ে থাকেন, তাহলে কিন্তু কোন কাজের আগ্রহ আসবে না। এর চেয়ে একটু এক্সারসাইজ বা হালকা স্ট্রেচিং করলে সারা দিনের এনার্জি পাবেন। মনে রাখবেন, ফিজিক্যাল একটিভিটি আপনার মস্তিষ্ককে সজাগ করে তোলে, এবং আপনি দ্রুত ফোকাস করতে পারবেন।

২. টাইম ম্যানেজমেন্টে থাকুন

সকালে ঘুম থেকে উঠে সময়টা নিজের জন্য দিন। হালকা এক্সারসাইজের পর, রিলাক্স হয়ে ব্রেকফাস্ট করুন। একটা টাইম টেবিল তৈরি করে দিনের কাজগুলোকে প্ল্যান করুন। আপনি যখন সকালে উঠে একটা গুছানো পরিকল্পনা মেনে চলবেন, তখন বুঝতে পারবেন আপনার দিনটা প্রোডাকটিভ হয়ে গেছে।

৩. মর্নিং রুটিন তৈরি করুন

সকালে উঠে যদি আপনি পরিশ্রম করেন, সেটা আপনার সারাদিনের কাজের গতিকে ইফেক্টিভ করবে। যদি আপনি সকালের শুরুতেই ল্যাপটপ বা ফোন নিয়ে বসে থাকেন, তবে কখনই সফল হতে পারবেন না। প্রাথমিক কাজটা ফোকাস হয়ে করুন, যেমন শারীরিক পরিশ্রম, তারপর মনোযোগ দিন নিজের কাজের দিকে।

৪. রাতে দেরি করে না ঘুমানোর চেষ্টা করুন

আপনি যদি ভোরে উঠতে চান, তবে রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। ভালো ঘুমের জন্য নাইট রুটিন তৈরি করুন এবং রাতের কিছু সময় একান্ত নিজের জন্য রাখুন, যাতে পরের দিন সকালে আপনি ফ্রেশ এবং এনার্জেটিক হয়ে উঠতে পারেন।

রোটি ও কফি হোক সঙ্গী!

আপনার সকালের রুটিনটা যদি উৎসাহী হয়ে ওঠে, তাহলে বুঝবেন আপনি পুরো দিনটাকে ফুলফিল করতে পারছেন। একটু হালকা এক্সারসাইজ করে একটা সুন্দর ব্রেকফাস্ট করুন এবং দিনের কাজে মনোযোগ দিন।

এভাবে কিছুদিন চেষ্টা করুন, দেখবেন সকালটা হয়ে উঠছে আপনার সফলতার দিশা।

আপনার পার্সোনাল হেলথ, মেন্টাল হেলথ, ফাইনান্স, ক্যারিয়ার, ম্যানহুড বা এই রকম আরও মজার মজার বিষয়গুলো জানতে Youman কমিউনিটির সদস্য হয়ে আমাদের ফলো করুন, এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ফুলফিল করুন! 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস