ব্রেকফাস্ট বাদ ? ভুলেও না।
দিনের পর দিন ব্রেকফাস্ট না করেই দিন শুরু করি আমরা! কিন্তু এই ব্রেকফাস্ট কি আসলেই ইম্পরট্যান্ট? চলুন, আজকে ব্যাপারটা নিয়ে খোলাখুলি আড্ডা দিই।
সকালবেলা কিছু না খেয়েই কাজে লেগে পড়া আসলে আমাদের শরীরের জন্য একদমই ভালো না। সকালে ব্রেকফাস্ট মিস মানে সেই এনার্জি ছাড়াই দিনের শুরু! আর দিন শুরুর এনার্জি না থাকলে বাকি দিনটাও যে ভীষণ লেজি কাটবে, তা তো বলাই বাহুল্য।
এখন দেখুন, অনেকেই করে কী? সকালের ব্রেকফাস্ট স্কিপ করে, দুপুরে বেশি খায় আর রাতে জম্পেশ ভোজ দেয়। আর যদি সকাল-দুপুর মিশিয়ে একবার খাওয়া হয়, তখন সেটাকে বলি "ব্রাঞ্চ" — মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে।
আসলে, সকালটা ফুড স্কিপ করলে একসময় ক্ষুধা পেয়ে যাবে, মনোযোগও কমে যাবে, আর তখন হাবিজাবি কিছু খাওয়ার চান্সও অনেক বাড়ে। তাই, সকালটা একটু ব্রেকফাস্ট দিয়ে শুরু করাই ভালো, দিনটাও ফ্রেশ থাকবে।
আর এমনই মজার আর হেল্পফুল টিপস পেতে, Youman কমিউনিটির মেম্বার হয়ে যান!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন