কিভাবে চাকরি পেতে ব্যাবহার করবেন আপনার নেটওয়ার্ক?

ক্যারিয়ার চেঞ্জ করতে চান?

নেটওয়ার্কিংয়ের পাওয়ারকে কাজে লাগান!

আপনার এক্স-বস বা এক্স-কলিগ যদি আপনাকে একবার আবার ইনভাইট করে বেশি সুযোগ-সুবিধা দিয়ে নিয়ে যান, তাহলে বুঝে নিন এটা নেটওয়ার্কিংয়ের ম্যাজিক। আজ জেনে নিন কীভাবে নেটওয়ার্কিং দিয়ে ক্যারিয়ারের ড্রিম জবটা ম্যানেজ করতে পারবেন।



১. নেটওয়ার্কিং: আপনাকে আরও এগিয়ে দেবে
ভালো চাকরির খোঁজে নিজের পরিচিত প্রফেশনালদের সাথে সলিড নেটওয়ার্ক গড়ে তুলুন। নেটওয়ার্কিং কি জাস্ট ফ্রেন্ড লিস্ট বাড়ানো? একদমই না! এটা হলো পছন্দের ইন্ডাস্ট্রির এক্সপার্টদের সাথে কানেক্ট হওয়া এবং রেগুলার ইন্টারেকশন রাখা।

২. রিলেশন বিল্ডিং: আস্তে আস্তে, কিন্তু পজিটিভভাবে
পরিচিত প্রফেশনালদের সাথে ধীরে ধীরে রিলেশন গড়ে তুলুন। কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর কমন ইন্টারেস্ট ফ্যাক্টরগুলো খুঁজে বের করুন। মিউচুয়াল কন্টাক্টদেরকেও গুরুত্ব দিন। কাজের পরামর্শ বা মতামত চাইতে পারেন, এতে রিলেশনটা আরও স্ট্রং হবে।

৩. ইন্ডাস্ট্রির এক্সপার্টদের সাথে কানেক্টেড থাকুন
যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সেই ইন্ডাস্ট্রির এক্সপার্টদের নেটওয়ার্কের অংশ করুন। তাদের বিভিন্ন পোস্টে রেসপন্স করুন এবং গঠনমূলক কথোপকথনে যোগ দিন। এটা শুধু আপনাকে পরিচিত করবে না, একই সাথে আপনাকে ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ বিষয়েও জানাবে।

৪. নেটওয়ার্ককে সঠিকভাবে মেন্টেন করুন
নেটওয়ার্কটা মেন্টেন করলে, এটা আপনার বিশাল একটা প্রফেশনাল পাওয়ার হয়ে উঠবে। বিভিন্ন সেক্টরের লোকজন বিভিন্ন কোম্পানিতে সুইচ করে। যদি আপনার স্কিলসেট তাদের কোম্পানির দরকার হয়, তাহলে আপনার জন্য চাকরির সুযোগটা আসতেই পারে।

এভাবে ইফেক্টিভ নেটওয়ার্কিং গড়ে তুলুন, আর ক্যারিয়ারে থাকুন এক ধাপ এগিয়ে! আর যদি ভবিষ্যতের আরো টিপস মিস করতে না চান, Youman কমিউনিটিতে জয়েন করুন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন