সোশ্যাল মিডিয়া ইউজ করে চাকরি পাওয়ার স্মার্ট কৌশল!

আপনি কি এখনো শুধু মিম আর রিল দেখে সময় কাটাচ্ছেন?  অথচ এই সোশ্যাল মিডিয়া দিয়েই আপনি ড্রিম জব পেতে পারেন!

হ্যাঁ, ঠিকই শুনেছেন! সোশ্যাল মিডিয়া শুধু ফান বা গসিপের জায়গা না, বরং প্রোফেশনাল নেটওয়ার্ক বিল্ড, চাকরির খোঁজ আর ক্যারিয়ার গ্রোথের জন্য দারুণ একটা টুল! 


কিন্তু ঠিকভাবে ইউজ না করলে? আপনার প্রোফাইল দেখে HR-রা ভয় পেয়ে পালাবে! 



তাহলে চলুন, দেখে নেই স্মার্ট জব হান্টিং-এর জন্য DO's & DON'Ts! 


 DO’s – চাকরি পেতে যা যা অবশ্যই করবেন!

১। লিঙ্কডইন ফ্রেন্ডলি প্রোফাইল বানান! 

 আপনার প্রোফাইল পিকচার ক্লিয়ার এবং প্রফেশনাল রাখুন! (সেলফি নয়!)

 Headline আপডেট করুন—আপনি কী করেন? কী পারেন?

 "About" সেকশনে নিজের স্কিল, এক্সপেরিয়েন্স, আর অর্জন লিখুন!

 কাজের নমুনা (Portfolio) আপলোড করুন!

 কানেক্ট করুন ইন্ডাস্ট্রির প্রফেশনালদের সাথে! (ক্যাজুয়াল Hi-hello না, প্রোফেশনাল অ্যাপ্রোচ দিন!)


 টিপ: নিয়মিত ইন্ডাস্ট্রি রিলেটেড পোস্ট শেয়ার করুন—এতে রিক্রুটারদের নজরে আসবেন!


২। সোশ্যাল মিডিয়া ক্লিন আপ করুন! 

HR-রা আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব চেক করবে! 


 আপনার নাম গুগল করে দেখুন—কী কী দেখা যাচ্ছে?

 অস্বস্তিকর পোস্ট, টক্সিক কমেন্টস, বিতর্কিত মিম— ডিলিট করুন!

 প্রাইভেসি সেটিংস ঠিক করুন, যেন পার্সোনাল জিনিস বাইরের কেউ না দেখে!

 পছন্দের কোম্পানি বা ইন্ডাস্ট্রি রিলেটেড কনটেন্ট শেয়ার করুন!


 টিপ: আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন (ডিজাইন, রাইটিং, মার্কেটিং), তাহলে ইনস্টাগ্রাম বা বেহান্সে নিজের কাজ শেয়ার করুন!


৩। "Hidden Job Market"-এ ঢোকার চেষ্টা করুন! 

সব চাকরি জব পোর্টালে পোস্ট হয় না! তাই প্রোফেশনাল নেটওয়ার্ক কাজে লাগান!


 কোম্পানির HR বা এমপ্লয়িদের সাথে কানেক্ট করুন!

 লিঙ্কডইনে রিক্রুটারদের মেসেজ পাঠান, নিজের স্কিল শেয়ার করুন!

 ক্যারিয়ার গ্রুপ, ফেসবুক জব গ্রুপ, আর লিঙ্কডইন কমিউনিটিতে অ্যাক্টিভ থাকুন!


 টিপ: "Hey, job ache?" টাইপ ম্যাসেজ দেবেন না! বরং বলুন:

"আমি [Your Skill] নিয়ে কাজ করি। [Company Name]-এ কোন সুযোগ আছে কি?"


 DON'Ts – এগুলো করলে চাকরির আশা বাদ দিন! 

১।  রিক্রুটারদের "Seen Zone" এ রাখবেন না! 

HR বা রিক্রুটারদের মেসেজ করলে রিপ্লাই করতে ভুলবেন না!

 জব অফার আসলে "Thanks" বলুন, ফলো-আপ করুন!

 ইন্টারভিউ স্কিপ করলে জানিয়ে দিন, না হলে কালো তালিকায় চলে যাবেন!


২।  "Unprofessional" কনটেন্ট পোস্ট করবেন না! 

 "Monday sucks!" বা "আমার বস আমার জীবন শেষ করে দিচ্ছে!"—এমন পোস্ট করবেন না!

 নেগেটিভ, পলিটিক্যাল, বা বিতর্কিত টপিক নিয়ে অতিরিক্ত পোস্ট করা এভয়েড করুন!


 HR-রা এসব দেখে আপনার প্রোফেশনালিজম নিয়ে সন্দেহ করবে!


৩।  খালি "Apply Apply" করবেন না, স্কিল ডেভেলপ করুন! 

কেউ ১০০টা জব অ্যাপ্লাই করে ফেলেন, কিন্তু নিজেকে আপগ্রেড করেন না!


 নতুন স্কিল শিখুন! (Udemy, Coursera, YouTube ফ্রি রিসোর্সে ভর্তি!)

 ছোট প্রজেক্ট করুন, ফ্রিল্যান্সিং ট্রাই করুন, রিয়েল এক্সপেরিয়েন্স নিন!

 কোর্স সার্টিফিকেট, প্রজেক্ট লিংক প্রোফাইলে যোগ করুন!


 Bonus Tips – আরও স্মার্ট ক্যারিয়ার হ্যাক!

 "Open to Work" ফিচার অন করুন (LinkedIn-এ)!

 পছন্দের কোম্পানির ক্যারিয়ার পেজ সাবস্ক্রাইব করুন!

 মেন্টর খুঁজুন—যিনি আপনাকে গাইড করতে পারেন!


 ক্যারিয়ার স্মার্টলি গড়তে চান? Youman কমিউনিটির সাথে থাকুন, আর লাইফ বদলে ফেলুন! 












মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন