বন্ধুরা আসলেই ভালো ট্র্যাভেল পার্টনার?

"একসাথে সূর্যাস্ত দেখা যায়, কিন্তু মনের সূর্যাস্ত একেকজনের ভেতর একেকরকম হয়।"

আপনি হয়তো ভাবছেন, বন্ধুরা মানেই ট্রিপের মজা। একসাথে চিল, হাসাহাসি, গান গাওয়া, রোডট্রিপ, ক্যাম্পফায়ার, আর ইনস্টার জন্য perfect group photo।
ঠিকই ভাবছেন। তবে ব্যাপারটা ঠিক “চায়ের কাপে ঝড়” না, বরং “রাত ২টার ক্যাম্পসাইটে হঠাৎ করে বোঝা যায়, কে আসলে আপনার মতো মানুষ, আর কে শুধু গানটা গাইতে এসেছে!”

১. বন্ধুরা ট্র্যাভেল পার্টনার মানে Always Fun?

ধরেন, আপনি ঘোরাঘুরি করতে চান একটু cultural style-এ—লোকাল খাবার, মিউজিয়াম, রাস্তার পাশে বসে চা খাওয়া।
আর আপনার বন্ধু চায় ইনফ্লুয়েন্সারদের মতো কন্টেন্ট বানাতে। সকালে উঠেই বলবে,
“দোস্ত, আজকে একটা ভাইরাল রিল তুলতেই হবে!”
এভাবে কয়েকদিন গেলে আপনি বুঝবেন—আপনার ট্রিপটা আসলে ইনস্টাগ্রামের property হয়ে গেছে।

২. Budget Mismatch: কার পকেটে কত?

যে বন্ধুটা বলেছিল,
“চিন্তা করিস না, সব ম্যানেজ হয়ে যাবে”—
সেটাই ট্রিপের দ্বিতীয় দিনে বলে বসে,
“দোস্ত, তোকে একটু আমার রুমের রেন্ট টা দিতে হবে। টাকাটা পরে দিব।”
এইসব ছোট ছোট ফাইনান্সিয়াল misunderstanding এক সময় trip-er vibe পুরা মার খেয়ে যায়।

৩. Decision-making Dilemma

আপনি চান পাহাড়ে উঠতে, ও চায় সি-বিচে নামতে।
শেষমেশ গুগল ম্যাপে দাঁড়িয়ে ২০ মিনিট পর আপনি বুঝবেন—বন্ধুদের সাথে ট্র্যাভেল মানে decision নিতে গিয়ে group therapy লাগবে।

গুণীজনদের কথা,
“মানুষের মতামতের সাথে পাখির ওড়ার কনফিউশন—দুটোই random।”

৪. কিন্তু বন্ধুরা থাকলে কিছু মুহূর্ত হয় ম্যাজিক!

সেই বন্ধুটার সাথে রাতে হোস্টেলের ছাদে বসে যখন আকাশ দেখে গল্প করছেন, বা কেউ হঠাৎ হেঁটে গিয়ে আপনার জন্য নারকেল পানি নিয়ে এলো—এই ছোট ছোট জিনিসগুলোই একেকটা চিরস্থায়ী memory হয়ে যায়।

একটা বাজে ট্রিপও বন্ধুর ছোট্ট এক্সপ্রেশন বা random comment দিয়ে হঠাৎ ভালো হয়ে যেতে পারে।

Gen Z ভাষায় বললে, “it’s the little moments that slap harder than the big plans.”


তাহলে বন্ধুরা কি ট্র্যাভেল পার্টনার হিসেবে আদর্শ?

উত্তর: It depends.

আপনার যদি এমন বন্ধু থাকে, যাকে না বললে সে রাগ করে না, বাজেটের হিসাব রাখে নিজের মতো, আর আপনার মতো slow traveler—তাহলে সে jackpot।

আর যদি trip এর planning-এ শুধু রিল বানানো, fancy ক্যাফে, আর “আমিই সব জানি” attitude থাকে—তাহলে ভাই/আপু, এই বন্ধুকে staycation-এ রাখুন, vacation-এ নয়।

একসাথে বসে চুপচাপ সময় কাটানো, বই পড়া, আর মনে মনে বুঝে ফেলা—এই মানুষটা আমার নিজের মানুষ।
ট্র্যাভেলেও একই জিনিস কাজ করে। সঙ্গী যদি নিজের মতো হয়, তবেই ট্রিপ becomes a soulful journey.

নাহলে ইনস্টাগ্রাম ভালো থাকবে, আপনি না।


এই পৃথিবীতে দুই রকম মানুষ থাকে—এক দল আগে ভাবে, আরেক দল পরে আফসোস করে। আপনি কোন দলে?আমি Youman এর দলে। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন