কাজের চাপ কমাতে ৫টি সহজ টিপস

কাজের চাপ সবসময়ই আমাদের জীবনের অংশ। তবে চাপ সামলে যদি কাজ করা যায়, তাহলে জীবনটা অনেক সহজ হয়। আসুন দেখে নিই কাজের চাপ কমানোর কিছু সহজ উপায়।




১. কাজের তালিকা তৈরি করুন


প্রতিদিন একটা তালিকা তৈরি করুন—কী কী কাজ করতে হবে, কোন কাজ আগে করবেন। এতে কাজের গতি বাড়ে, আর কাজের চাপও কম অনুভব হয়।


২. সময় বেঁধে কাজ করুন


প্রতিদিনের কাজের জন্য নির্দিষ্ট সময় রাখুন। কোন কাজ কতটুকু সময় নিবে, তা আগেই ঠিক করে ফেলুন। এতে কাজের চাপ কমে।


৩. হালকা বিশ্রাম নিন


একটানা কাজ করলে মন আর শরীর দুটোই ক্লান্ত হয়ে পড়ে। মাঝেমধ্যে একটু বিশ্রাম নিন। কয়েক মিনিট চোখ বন্ধ করে আরামে বসুন, এতে মন আবার সতেজ হবে।


৪. না বলতে শিখুন


সবার সব কথা শুনতে গিয়ে অনেক সময় নিজের উপর কাজের চাপ বেড়ে যায়। তাই দরকার হলে না বলতে শিখুন। কোন কাজে মন নেই বা যা আপনার জন্য অতিরিক্ত, সেটা না বলুন।


৫. সাহায্য নিতে দ্বিধা করবেন না


কোনো কাজ একা করতে গিয়ে যদি চাপ অনুভব করেন, তাহলে অন্যের সাহায্য নিন। এতে কাজ সহজ হয় এবং চাপ কমে।


কাজের চাপ কমানোর জন্য এগুলো প্রয়োগ করুন এবং জীবনকে হালকা করে তুলুন। Youman এর সাথে যুক্ত হয়ে আরও এমন প্রয়োজনীয় টিপস পেতে আমাদের ফলো করুন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস