ঘুরতে যাও, মন আর মাথা রিচার্জ করে ফিরো !

 ট্রাভেল কি শুধুই শখ?

অনেকেরই ধারণা, ট্রাভেল কেবল তখনই করা যায় যখন হাতে অতিরিক্ত টাকা আর সময় থাকে। কিন্তু জানেন কি, ট্রাভেল করলে মানসিক চাপ কমে, শরীর আর মাইন্ড দুটোই রিল্যাক্স থাকে। পাশাপাশি আপনি পাবেন নতুন অভিজ্ঞতা আর ভিউ - যা আপনার লাইফের অনেকটা পাল্টে দিতে পারে। চলুন দেখে নেই কিভাবে…



১. কনফিডেন্স আপগ্রেড:
প্রতিদিনের টেনশন, অফিস-বাসার ঝামেলা, ফাইন্যান্সের হিসেব ক্যালকুলেশনে পুরুষদের আত্মবিশ্বাস একটু একটু করে কমে যায়। ট্রাভেল করতে গেলে নতুন জায়গায় নিজে নিজেই অনেক কিছু ম্যানেজ করতে হয়, নিজের মতো রিল্যাক্সও করা যায়। দেখবেন ঘুরে আসার পর নিজেকে আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট ফিল করছেন।

২. নতুন ভিউ:
পৃথিবীটা আপনার চারপাশের বাইরেও বিশাল আর বৈচিত্র্যময়। ট্রাভেলের মাধ্যমে নতুন নতুন কালচার, মানুষের লাইফস্টাইল আর আচার-ব্যবহারের সাথে পরিচিত হতে পারবেন। এটা আপনার চিন্তাধারা আর ভিউকে অনেকটাই ওপেন করতে পারে।

৩. সামাজিক ফ্রেম থেকে বের হওয়া:
ট্রাভেলে আপনি নিজের সামাজিক অবস্থান ভুলে কিছুদিন একদম ফ্রেশ স্টার্ট নিতে পারেন। এখানে কেউ আপনার ব্যাকগ্রাউন্ড বা পরিচয় নিয়ে কিছু জানে না। নানা ধরনের মানুষের সাথে মিশে, নতুন অভিজ্ঞতা পেয়ে আপনি নিজেকে অনেকটা রিফ্রেশড আর রিল্যাক্সড ফিল করবেন।

৪. স্ট্রিট স্মার্টনেস:
নতুন জায়গায় মুভ করতে গেলে বিচিত্র মানুষের সাথে মিশতে হয়, নিজের জায়গা বের করতে হয়। কখনও পথ হারিয়ে গেলে সেটা খুঁজে বের করতে হয়, আর নতুন লোকজনের সাথে কমিউনিকেট করতেও হয়। এই অভিজ্ঞতাগুলো আপনাকে আরও স্ট্রিট স্মার্ট করে তুলবে, ডে-টু-ডে লাইফের অনেক কাজ সহজে হ্যান্ডেল করতে পারবেন।

৫. রিয়ালিটি চেক:
ছোট্ট একটা ব্যাগ, সামান্য কিছু কাপড় আর একটা মোবাইল নিয়ে পুরো কয়েকটা দিন কেটে গেছে অজানা জায়গায়। এটাই কিন্তু অনেক কিছু শেখায়! সুন্দর আর হ্যাপি লাইফের জন্য আসলে বেশি কিছু লাগে না। এই রিয়ালাইজেশন থেকে আপনি আরও রিয়ালিস্টিক হতে পারেন, বুঝতে পারবেন আসলেই জীবনের জন্য কতটুকু প্রয়োজন।

জীবনের কত সুন্দর মোমেন্টগুলো ট্রাভেল করলেই পাবেন। তাহলে আর দেরি কেন? প্ল্যান করে বেরিয়ে পড়ুন!

ট্রাভেল গাইড আর টিপসের জন্য চোখ রাখুন Youman-এ !


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন