জাঙ্ক ফুডকে বলুন বাই

ফুড ডেলিভারি অ্যাপগুলো আমাদের জাঙ্কফুডের প্রতি লোভ বাড়িয়ে তুলেছে! তাই কিভাবে স্মার্টলি জাঙ্কফুড খাওয়া কমানো যায়, চলুন দেখে নিই!



১. ভুঁড়ির বন্ধু নয়!
জাঙ্কফুড মানেই এক্সট্রা ক্যালোরি আর এক্সট্রা খরচ। মানিব্যাগ স্লিম রাখতে চাইলে, জাঙ্কফুড খাওয়া কন্ট্রোল করুন।

২. মাসিক লিমিট সেট করুন
বার্গার আপনার উইকনেস? মাসে দুইটা বার্গার খাওয়ার একটা লিমিট সেট করে ফেলুন। আর বন্ধুরা বার্গার আর কোক খাওয়ার সময় আপনি চিল করে স্যান্ডউইচ আর লেমনেড অর্ডার করুন।

৩. অর্ডারের আগে একটু ভাবুন!
ডেলিভারি অ্যাপগুলোর কার্ড সেভ অপশন ডিলিট করে দিন। এতে বার বার টাকা দেয়ার ব্যাপারটা মাথায় এলে, অর্ডার দেওয়ার আগে দুইবার ভাবতে বাধ্য হবেন।

৪. বন্ধুদের হেল্প নিন
জাঙ্কফুড খাওয়া কমাচ্ছেন সেটা বন্ধুদের জানান। তারা যাতে আপনাকে এই গেমপ্ল্যান ফলো করতে সাহায্য করতে পারে।

৫. কফিশপে হ্যাংআউট
ফাস্টফুড রেস্টুরেন্টে না গিয়ে কফিশপে বসুন, আর বেসিক মেন্যুগুলোই অর্ডার করুন। এতে পকেটও সেফ থাকবে আর আপনার মিশনও অন ট্র্যাক থাকবে।

৬. এক্সারসাইজ শুরু করুন
জাঙ্কফুড কমিয়ে জিম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করলে আপনার বডি আস্তে আস্তে সেইপে চলে আসবে।

এমন আরও ইন্টারেস্টিং টিপস পেতে, Youman-এর সাথে থাকুন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের জীবন সহজ করার ১০টি প্রযুক্তি টিপস

বেড়াতে যাবেন কোথায় ? কেন?

প্যাসিভ ইনকামে ফোকাস