ট্রাভেলের গোপন টিপস

বাজেট কম মানেই মজা কম—এই ধারনাটা একদম ভুল! বাজেটে ঘুরতে গেলেও আপনি চাইলে এক্সাইটমেন্ট ফিল করতে পারেন। আজ জানুন কিভাবে কম বাজেটেও পুরো মজা নেয়ার টিপসগুলো।

ট্রাভেল সিজনটা স্মার্টলি সিলেক্ট করুন
শীতের শেষে টুরিস্ট স্পটগুলোতে মানুষের ঢল, আর সাথে সবকিছুর দামও বেড়ে যায়। অফ-পিক সিজনে ঘুরতে বের হলে হোটেল, খাবার, এমনকি ট্রান্সপোর্টের খরচও কমে যাবে।

হোটেলের স্ট্যান্ডার্ড নয়, লোকেশন দেখে বুকিং করুন
অতিরিক্ত লাক্সারি এভয়েড করে তুলনামূলক কম দামি হোটেল নিন। এছাড়া এয়ারবিএনবিও ট্রাই করতে পারেন। বা যদি আত্মীয়-স্বজনের কাছে থাকার ব্যবস্থা হয়, তাহলে তো বাজেট আরও বাঁচবে।

পাবলিক ট্রান্সপোর্ট মাস্ট!
ট্যাক্সি বা প্রাইভেট কার নয়, রেগুলার পাবলিক ট্রান্সপোর্ট বেছে নিন। এতে করে শুধু খরচই কমবে না, জায়গাটার আসল সংস্কৃতি কাছ থেকে ফিল করতে পারবেন।

ফ্লাইট বুকিং সেভিংস
বাজেটে ট্রাভেল মানে হল সস্তায় ফ্লাইট টিকিট। অফ-টাইমে বুকিং দিন, আর যদি ট্রানজিট টাইম বেশি হয় তাতে চিন্তার কিছু নেই—মূল্য কম থাকলেই হলো!

লোকালদের হেল্প নিন
অলসেন্স এ ট্যুরিস্ট স্পটের কাছের রেস্টুরেন্ট বা লোকালদের থেকে সেরা হেল্প পাবেন। এদের থেকে লোকাল স্পট এবং খাবারের ব্যাপারে টিপস নিন।

প্যাকেজ ট্যুর নয়, নিজের মতো এক্সপ্লোর করুন
সব সময় প্যাকেজ ট্যুর বুক না করে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরে বেড়ানোর চেষ্টা করুন। গুগল-ই থাকবে আপনার গাইড!

Youman কমিউনিটিতে জয়েন করে এমন ইন্সপিরেশনাল টিপস ফলো করুন আর বাজেটে স্মার্ট ঘুরাঘুরি করে জীবনটাকে উপভোগ করুন!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন