দিনভর ঘোরাঘুরি
বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে এই ব্লগটা চেক করেই বের হন! কিছু সহজ টিপস মানলেই পুরো ট্রিপটা হবে নো টেনশন, ফুল মজা।
বন্ধুদের সাথে কোথাও যাওয়ার আগে এক্সাইটমেন্টে এত কিছু ভুলে যাই যে পরে টেনশনে পড়ি। আগে থেকেই যদি কিছু জিনিস খেয়াল রাখা যায়, তাহলে ঘুরতে গিয়ে শুধু মজাই হবে।
প্রথমে মোবাইল চার্জ নিয়ে টেনশন না করতে চাইলে চার্জার আর পাওয়ার ব্যাংক অবশ্যই ব্যাগে ঢুকিয়ে রাখুন। ডে লং ট্যুরে রোদের মধ্যে থাকতে হবে, তাই ক্যাপ আর সানগ্লাস কিন্তু মাস্ট!
আর দুই বোতল পানি রাখবেন। যেখানে যাচ্ছেন সেখানেও পানি পাওয়া যাবে ঠিকই, কিন্তু বিশুদ্ধতা নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। যদি সাঁতারের প্ল্যান থাকে, তাহলে সুইমিং কস্টিউম নিয়ে যান। আর একটু কমফোর্টের জন্য একটা অতিরিক্ত টি-শার্ট রাখলে ভালো হয়।
সারাদিন ঘুরাঘুরি করতে প্যান্টের পকেটে সবকিছু তো আর নেওয়া সম্ভব না। ছোট একটা ব্যাকপ্যাক থাকলে মনের আনন্দে ঘুরতে পারবেন।
এমনই মজার টিপস জানতে Youman কমিউনিটিতে যোগ দিন! আমাদের ফলো করুন, আর প্রতিটি মোমেন্টকে পুরোপুরি কাজে লাগান!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন