রেস্টুরেন্টে যখন একা

একা একা খেতে গেলে কারো কারো অস্থির লাগে, বুঝতে পারি! এমন হলে চিন্তার কিছু নেই, বরং ছোট্ট কিছু ট্রিকস ফলো করলেই একা খাওয়া অনেক সহজ হয়ে যাবে। চলুন দেখি কীভাবে একা খাওয়ার সময়টাও ভালো কাটানো যায়।

১. কর্নার টেবিল বেছে নিন

কোণার টেবিল ধরুন। এতে করে ভিড় এড়িয়ে একান্তে বসে আরাম করে খেতে পারবেন, অন্যদের তাকানোরও সুযোগ কম থাকে।

২. মুড-বুস্টার কিছু নিয়ে যান

খাবারের জন্য অপেক্ষার সময়টুকু কাটাতে ফোনে প্রিয় গান শুনুন বা কোনো পছন্দের বই নিয়ে পড়া শুরু করুন। বই বা গান আপনাকে কিছুক্ষণের জন্য অন্য জায়গায় নিয়ে যাবে, একাকিত্ব থাকবেই না!

৩. আত্মীয় বা বন্ধুকে কল দিন

একটুতেই বিরক্ত লাগলে কোনো বন্ধুকে বা আত্মীয়কে কল দিয়ে গপ্পো করতে পারেন। গল্প করতে করতে কখন যে খাওয়া শেষ হয়ে যাবে, টেরই পাবেন না!

৪. পরিচিত রেস্টুরেন্টে যান

একটু বেশি অনীহা থাকলে পরিচিত রেস্টুরেন্টে যান। এখানকার পরিবেশ আর পরিচিত ওয়েটার আপনাকে স্বাচ্ছন্দ্য দেবে।

আরও এমন মজার টিপস পেতে Youman কমিউনিটিতে যোগ দিন। আমাদের ফলো করুন আর প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন নিজের মতো করে!




 

 

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সারাক্ষণ ক্লান্ত লাগে কেন? সলিউশন এখানে !

ভুয়া অফার থেকে নিজেকে বাঁচানোর স্মার্ট উপায় !

যে কৌশলে সহজে পড়া মনে রাখতে পারবেন