দেশের বাইরে যাবার এয়ারপোর্ট বেসিক

দেশের বাইরে প্রথমবার গেলে টেনশনের শেষ থাকে না, তাই না? সবকিছু ঠিকঠাক হচ্ছে কি না, বোর্ডিং থেকে লাগেজ পর্যন্ত মাথায় ঘুরতে থাকে হাজারো প্রশ্ন। যারা এখনও ইন্টারন্যাশনাল ট্রাভেল করেননি, এই সহজ গাইড আপনাকে একদম প্রো বানিয়ে দেবে! পাসপোর্ট আর ভিসা সিস্টেমে ঝামেলা নাই! দেশের বাইরে যেতে লাগবে পাসপোর্ট, আর সাথে লাগবে ভিসা। ভিসার জন্য দরকার আপনার ছবি, এনআইডি ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল আর এনওসি। এগুলো আগেভাগে গুছিয়ে ফেলুন, নয়তো লাস্ট মিনিটে ঝামেলা হতেই পারে। টিকিট কনফার্ম আর ফ্লাইট বোর্ডিং চেক করুন যেদিন ফ্লাইট, তার কয়েক ঘন্টা আগে এয়ারপোর্ট চলে যান। এয়ারপোর্টে গেলে আগে বোর্ডিং কাউন্টার খুলেছে কি না দেখুন। বড় স্ক্রিনে চেক করে আপনার ফ্লাইটের কাউন্টারে চলে যান। পাসপোর্ট আর টিকিট দেখিয়ে লাগেজ বুক করে নিন আর বোর্ডিং কার্ড নিয়ে নিন। ইমিগ্রেশন আর সিকিউরিটি পাস বোর্ডিং কার্ড পেয়ে গেলে এবার ইমিগ্রেশনে যান। সেখানে এমবারকেশন ফর্ম ফিলাপ করে ইমিগ্রেশন কাউন্টারে দিয়ে দিন। ইমিগ্রেশন সিল হয়ে গেলে চেক করে নিন কোন গেট থেকে ফ্লাইট ছাড়বে। সেখানে চলে যান এবং ফাইনাল সিকিউরিটি পার হয়ে প্লেনে উঠে পড়ুন। ল্যা...